পাবলিক হেলথ সাবজেক্ট রিভিউ। Master's in Public Health
Master's in Public Health কি?
এটি স্নাতোকোত্তর একটি ডিগ্রী যা প্রতিটি মানুষের স্বাস্থ্যগত সমস্যাকে আলাদাভাবে চিন্তা না করে সামগ্রিকভাবে চিন্তা করে সমাধানের পথ খুজে বের করে সবার জন্য।
মেয়াদ : এই ডিগ্রীর মেয়াদ প্রতিষ্ঠান এবং কারিকুলাম ভেদে ১, দেড় বা ২ বছর পর্যন্ত হতে পারে।
According to Wikipedia :
MPH জনস্বাস্থ্যের ,বিজ্ঞান (এমএসপিএইচ), গণস্বাস্থ্যের মেডিকেল সায়েন্সের মাস্টার (এমএমএসপিএইচ) এবং জনস্বাস্থ্যের ডাক্তার (ডাঃপিএইচ), স্বাস্থ্য নেতৃত্বের জন্য আন্তর্জাতিক মাস্টার্স (আইএমএইচএল) হলেন। জনস্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে পড়াশোনার জন্য আন্তঃবিভাগীয় পেশাদার ডিগ্রি প্রদান করা হয়। এমপিএইচ ডিগ্রি গবেষণা বা পাঠদানের বিপরীতে জনস্বাস্থ্য অনুশীলনে ফোকাস করে। জনস্বাস্থ্যের স্কুল, জনস্বাস্থ্যের কর্মসূচি, মেডিকেল স্কুল এবং জনসাধারণের স্কুলগুলিতে বিশ্বজুড়ে মাস্টার অফ পাবলিক হেলথ প্রোগ্রাম রয়েছে। মূল পাঠ্যক্রম অন্তর্ভুক্ত ছাড়াও এমপিএইচ ডিগ্রি সাধারণত শিক্ষার্থীদের এপিডেমিওলজি, বায়োস্টাটিক্স বা স্বাস্থ্য ব্যবস্থাপনার মতো নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষীকরণ করতে দেয়।
MPH কেন, কাদের জন্য:
এই ডিগ্রীটা শুধু ডাক্তার নয়, নার্স, উকিল, ফিজিওথেরাপিস্ট, সোশাল সায়েন্স প্রফেশনাল ইত্যাদি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন করতে পারে।

Masters in Public Health, ডিগ্রী সম্পর্কে বাংলাদেশের বাজারে প্রচলিত মিথ্যাগুলো
- এই ডিগ্রি করতে কস্ট কম, অল্প সময়ে ভালো টাকা কামাই করা যায়।
- এই ডিগ্রি করলে চোখ বন্ধ করে বিদেশ চলে যাওয়া যায়।
- এই ডিগ্রি করলে icddr,b তে চাকরি পাওয়া যায়।
- এই ডিগ্রি করলে সরকারী প্রজেক্টের কাড়ি কাড়ি টাকা ভোগ করা যায়।
- এই ডিগ্রী কম মেধাবী, ফাকিবাজ স্টুডেন্টরা করে।
- এই ডিগ্রীর দেশে কোন দাম নাই, বিদেশে কিছু দাম থাকতে পারে।
- এই ডিগ্রি সরকারি মেডিকেলের ছেলেপিলের করার দরকার নাই, এগুলো করবে বেসরকারি মেডিকেলের ছেলেমেয়েরা।
- ডাক্তার হয়ে এই ডিগ্রি করার কোন মানে নাই।
- এটা তো নার্স, ফিজিওথেরাপিস্ট, সোশাল সায়েন্সের লোকজনও করতে পারে, ডাক্তার হয়ে এই ডিগ্রি করা মেধার অপমান।
- MPH মানে কমিউনিটি মেডিসিন, মানুষের পায়খানা, ল্যাট্রিন ঘাটাঘাটি করা.
MPH কখন, কোথায় :
প্রথম প্রশ্ন আপনি কি সরকারি চাকরি করতে চান নাকি বেসরকারি। যদি সরকারি চাকরি করতে চান সেক্ষেত্রে পাবলিক হেলথ সেক্টরে কাজ করার জন্য কিংবা কমিউনিটি মেডিসিনে প্রফেসর হবার জন্য বিএমডিসি স্বীকৃত একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে NIPSOM, সরকারি এই প্রতিষ্ঠানে ইন্টার্নী শেষ হবার ১ বছর পর এমডি/এমএস পরীক্ষার মত এডমিশন পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। নিপসমে কোর্সের মেয়াদ ২ বছর, পূর্ণকালীন, অর্থাত সকাল থেকে বিকাল পর্যন্ত সপ্তাহে নূন্যতম ৫ দিন। এছাড়াও BSMMU, BDHS এই দুটি প্রতিষ্ঠানেও MPH করা যায়, কারিকুলাম নিপসমের মতই, ভর্তি পদ্ধতিও একই। খরচ নিপসমের চেয়ে একটু বেশি।
এর বাইরে অন্য কোন বেসরকারি প্রতিষ্ঠানের এমপিএইচ বিএমডিসি স্বীকৃত না। এই মানদন্ডে সব বেসকারি প্রতিষ্ঠানের এমপিএইচ ডিগ্রী একই কাতারে ফেলা যায়, তবে ব্র্যাক-জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর MPH বাকি সবগুলোর মধ্যে উল্লেখযোগ্য এর মানের কারনে। তবে এখানে খরচ অনেক বেশি, ভাগ্য ভালো থাকলে স্কলারশিপ পাওয়া যেতে পারে, সপ্তাহে ৫ দিন সকাল বিকাল ক্লাস। এছাড়া AIUB, NSU, IUB, State University বেশ ভালো মানের।।
ব্রাক বাদে বাকি সব প্রতিষ্ঠানে কারিকুলাম প্রায় একই, সপ্তাহে ১ দিন বা দু-দিন ক্লাস নিয়ে দেড় বছর বা ১ বছরে কোর্স শেষ করা যায়। যারা চাকরির পাশাপাশি এই ডিগ্রী করতে চান তাদের জন্য এই ব্যবস্থাটাই ভালো। খরচ দেড় লাখ থেকে ২ লাখ টাকার মত।
NIPSOM এ MPH :
- NIPSOM এ নিম্নের কোর্স এ MPH ডিগ্রী দেয়া হয়-
- MPH in Community Medicine (CM)
- MPH in Epidemiology (Epid)
- MPH in Hospital Management (HM)
- MPH in Health Promotion and Health Education (HP & HE)
- MPH in Nutrition (Nutri)
- MPH in Occupational and Environmental Health (OEH)
- MPH in Nutrition (Nutri)
- MPH in Public Health Administration (PHA)
- MPH in Reproductive and Child Health (RCH)
NIPSOM এ সিট সংখ্যাঃ
- M. Phil (PSM)-7
- MPH (CM)-20
- MPH (EPID)-15
- MPH (HM)-20
- MPH (HP & HE)-20
- MPH (Nutri)-6
- MPH (OEH)-20
- MPH (PHA)-20
- MPH (RCH)-20
চাকরি ক্ষেত্রঃ
- সরকারিভাবে এডমিনিস্ট্রেটিভ, পাবলিক হেলথ, কমিউনিটি মেডিসিন ইত্যাদি সেক্টরে কাজ করা যায়।
- বেসরকারিভাবে icddrb, BRAC, USAID, UNICEF, UN, UChicago, OGSB, WHO, Damien foundation, CIPRB, Water Aid, ORBIS, Save the Children ইত্যাদি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে শুরু করে দেশি বিদেশি অজস্র NGO, রিসার্চ সেন্টারে কাজ করার অনেক সুযোগ আছে।
- দেশের বাইরে কিংবা দেশে একাডেমিক লাইনে যেমন কমিউনিটি মেডিসিনের শিক্ষক বা একাডেমিক রিসার্চার বা রিসার্চ এসিস্টেন্ট হিসেবে কাজ করা যায়।
- হসপিটাল এডমিনিস্ট্রেটর, ডিরেক্টর, ম্যানেজার, ইত্যাদি এডমিনিস্ট্রেটিভ চাকরি।
- দাতা সস্থার অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি বেসকারি প্রজেক্টে কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ
- রিসার্চ সায়েন্টিস্ট
- এপিডেমিওলজিস্ট, হেলথ রিসোর্স প্ল্যানিং, হেলথ ইকনমিস্ট ইত্যাদি..।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একমাত্র Public Health এ অনার্স করার সুযোগ আছে।
ভালো থাকবেন ও আশেপাশের মানুষদের ভালো রাখবেন ও মা-বাবার জন্য সবসময় দোয়া করবেন।