Wet Processing Subject Review
“ডাইং” নামটার সাথে অনেকেই পরিচিত। যার সহজ অর্থ কাপড় রং করা। আর কাপড় রং করার আগে, রং করার সময় ও পরে যে কাজ করা হয় রং সঠিক ভাবে কাপড় এ লাগানোর জন্য তাকে বলে “ওয়েট প্রসেসিং”।
![Wet Processing Subject Review Wet Processing Subject Review](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjptIVCL2gxr2F88izWsVcA8N3irBcic3h7Hm1rfGzMmE5G9ifpgPTilIPSFfF7-QAyZDmD4CjSQJw0lC81dEQaZB1uYwl2Wtoq6eT9J4TcsCjMRL9ayE2spr9LZDT9tArYHuu5swP-BdA/w400-h267/yarn-166877_1920.jpg)
ওয়েট প্রসেসিং টেক্সটাইল ইঞ্জিনিয়ার
নতুনদের বলছি, টেক্সটাইলের কোন বিভাগই কম গুরুত্বপূর্ণ নয়। দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কদর অনেক বেশি সে যে বিভাগ থেকেই পড়ুক না কেন।
ওয়েট প্রসেসিং সিলেবাস এর অন্তর্ভূক্ত বিষয়গূলো হল-
1. Wet preparatory process2. Dyeing & Printing
3. Color physics
4. Special wet processing
কিছু বিষয় যা প্রায় সব বিভাগ এই আছে সেগুলো হল-
1. Textile testing & Quality control2. Yarn manufacturing
3. Fabric structure & design
4. Weaving
5. Apparel manufacturing
6. Mechanical engineering
7. Machine design
এগুলো ছাড়াও আরো কিছু বিষয় পড়তে হয়।
নন ডিপার্টমেন্টাল Wet Processing বিষয় গূলো হল-
1. Accounting & Cost Management2. Statistics
3. Computer
4. Electrical
5. Industrial Management সহ আর ও কিছু বিষয়।
একজন পরিপূরণ ইঞ্জিনিয়ার হতে যা যা জানা দরকার সবই আছে সিলেবাসে। এতো গেল পড়াশোনার কথা।
এবার জব এর কথা বলি
এ জন্য একটি গল্প বলতে হয়। সিরাজগঞ্জ এলাকায় তাত শিল্পের প্রসার বেশি। এক ব্যবসায়ী তার কাপড় এ রং স্থায়ী করতে পারছিলেন না। ফ্যাক্টরি থেকে একজন ভাল ডাইং ম্যানেজার ডাকলেন। তিনি ব্যবসায়ীর থেকে চাইলেন ৮ লক্ষ টাকা। ২ মিনিট এ সমস্যা সমাধান করে টাকা নিয়ে চলে গেলেন।
আর এমন অনেক উদাহরণ আছে যারা কম দামে কাপড় কিনে রং করে ভাল লাভ পেয়েছেন। নিজে দক্ষ হলে ৪-৫ বছর এই ভাল পজিশন করা যায়। সুতরাং ভবিষ্যৎ উজ্জ্বল। নতুনদের বলব, যদি ওয়েট প্রসেসিং পড় তো ভাল। আর যদি না পড় তাতেও কোনো সমস্যা নেই। যে বিভাগ এই পড় টেক্সটাইল রিলেটেড সব কিছু ভাল করে জানবে। সফলতা আসবেই