Public Health & informatics Subject Review
সবাই চায় ভাল সাবজেক্টে পড়ার জন্য,ভাল ক্যারিয়ার গড়ার জন্য।কিন্তু অনেকেই Public Health সাবজেক্ট সম্পর্কে জানে না।
Public health subject review
দক্ষিন এশিয়াতে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের Public Health & Informatics এর 4 বছরের বিএসসি (অনার্স) পড়ানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ D ইউনিটের অধীনে ২০১১ সালে Public Health & Informatics চালু করা হয়। যা 140 ক্রেডিটের পরিপূর্ণ কোর্স।
Public Health & Informatics ডিপার্টমেন্ট টি সুপরিচিত এবং বিখ্যাত প্রভাষক ও অধ্যাপকদের দ্বারা সঞ্চালিতযারা আমাদের দেশে বিভিন্ন স্বাস্থ্য বিষায়ক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন বা ছিলেন।
উল্লেখ্য যে এখন বর্তমানে ৯ জন টিচার আছেন যাদের মধ্যে ৪ জনই ডাক্তার। এ ছাড়াও ২ জন উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য বিদেশে আছেন। এবং কিছু কোর্স NIPSOM এর স্যাররা নিয়ে থাকেন।
বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে নিম্নের সাবজেক্ট গুলো পড়ানো হয়ঃ
Reproductive and Child Health
Epidemiology
Demography and Population Dynamics
Biostatistics
Community Medicine
Environmental Health
Human Biology
Microbiology
Immunology
Hospital Management
Health Informatics (IT related)
ক্যারিয়ারঃ
সরকারিভাবে এডমিনিস্ট্রেটিভ, পাবলিক হেলথ, কমিউনিটি মেডিসিন ইত্যাদি সেক্টরে কাজ করা যায় বেসরকারিভাবে ICDDRB, BRAC, USAID, UNICEF, UN, UChigao, OGSB, WHO, Damien foundation, CIPRB, ORBIS, Water Aid, ORBIS, Save the Children ইত্যাদি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে শুরু করে দেশি বিদেশি অজস্র NGO, রিসার্চ সেন্টারে কাজ করার অনেক সুযোগ আছে।
দেশের বাইরে কিংবা দেশে একাডেমিক লাইনে যেমন কমিউনিটি মেডিসিনের শিক্ষক বা একাডেমিক রিসার্চার বা রিসার্চ এসিস্টেন্ট হিসেবে কাজ করা যায়।
PHI Subject Review
হসপিটাল এডমিনিস্ট্রেটর, ডিরেক্টর, ম্যানেজার, ইত্যাদি এডমিনিস্ট্রেটিভ চাকরি দাতা সস্থার অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি বেসকারি প্রজেক্টে কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা প্রজেক্ট, ওয়াটার এইড ও কেয়ারের বিভিন্ন প্রকল্পে কাজের সুযোগ হচ্ছে বাংলাদেশী ডিগ্রিধারীদের।
পাবলিক হেলথ ম্যানেজমেন্টের ছাত্ররা জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা থেকে সবচেয়ে বেশি ফেলোশিপ পাচ্ছে। গত বছর ইউএসএইড বাংলাদেশের পাবলিক হেলথের ১০০ শিক্ষার্থীকে ফেলোশিপ দিয়েছে।রিসার্চ সায়েন্টিস্ট এপিডেমিওলজিস্ট, হেলথ রিসোর্স প্ল্যানিং, হেলথ ইকনমিস্ট ইত্যাদি।
উল্লেখ্য ডাক্তাররা MBBS পাশ করার পর পাবলিক হেলথ এর উপর MPH (Master of Public Health) করে থাকে।