Soil Water and Environment Subject Review

মৃত্তিকা বিজ্ঞান সাবজেক্ট রিভিউ 

মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান

ঢাবিতে মেধাক্রম একটু পেছনে এসেছে বলে অনেকেই হতাশ হয়ে গেছ জানি। তাই ঢাবির তথাকথিত (!) পেছনের দিকের অপার সম্ভাবনাময় ‘মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান’ নামক বিষয়ের সাথে কিছুটা পরিচয় করিয়ে দিতে চাই। 

ছোটবেলা রচনায় লিখেছ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, নদীমাতৃক দেশ, সবুজে ঘেরা মায়াময় এক দেশ। যারা দেশে থাকতে চাও তাদের জন্য আমি মনে করি পড়ার জন্য এর চেয়ে ভাল সাবজেক্ট আর হতে পারে না। এদেশের সবচেয়ে সেরা উপাদান তিনটি নিয়ে পড়ালেখার সুযোগ কয়জন পায়?

মৃত্তিকা পানি ও পরিবেশ সাবজেক্ট রিভিউ 

Environment Science নিয়ে বলার কিছু অপেক্ষা রাখে না। আমি শুধু আজ Soil Science এর ক্যারিয়ার নিয়েই আলোচনা করব। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান রয়েছে,সকল দেশের চাইতে খাঁটি আমার দেশের মাটি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি নিয়ে পড়ালেখার সুযোগ রয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় (১২০), 

খুলনা বিশ্ববিদ্যালয়(৪৫) 

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়। 

বরিশাল বিশ্ববিদ্যালয় 

খুলনা বিশ্ববিদ্যালয় 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 

হাজি মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় 

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ 

সরকারি বাঙলা কলেজ 

বরিশাল সরকারি কলেজ 

ভোলা সরকারি কলেজ 

ধামরাই সরকারি কলেজ 

পটুয়াখালী সরকারি কলেজ এবং 

গৌরনদী সরকারি কলেজ 

এটি মূলত রসায়ন এবং উদ্ভিদবিজ্ঞান ভিত্তিক একটা বিষয়। 

Soil Water and Environment Subject Review

এখানে কি পড়ানো হয়

• Soil physics 

• Soil chemistry 

• Soil biochemistry 

• Soil microbiology 

• Soil fertility & plant nutrition 

• Soil survey & Remote sensing 

• Agronomy 

• Soil pollution & waste management 

• Soil-Water management 

• Soils of Bangladesh

তো বুঝতেই পারছো যারা মাইক্রোবায়োলজি বা বায়োকেমেস্ট্রি পড়তে চেয়েছিলে তারা এখানে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবে। আর উপরের টপিক দেখে বুঝেই গেছ তোমার ক্যারিয়ার কি হতে পারে? 

মৃত্তিকা বিজ্ঞান এর শাখা কি কি ? 

মৃত্তিকা বিজ্ঞান এর শাখা (Branches of Soil Science)

১। মৃত্তিকা অবয়বতত্ত্ব (Soil Morphology) 

২। পেডোলজি (Pedology) 

৩। মৃত্তিকা পদার্থবিদ্যা (Soil Physics) 

৪। মৃত্তিকা রসায়ন (Soil Chemistry) 

৫। মৃত্তিকা জীববিদ্যা (Soil Biology) 

৬। মৃত্তিকা অণুজীবতত্ত্ব (Soil Microbiology) 

৭। মৃত্তিকা জরিপ (Soil Survey) 

৮। মৃত্তিকার শ্রেণিবিভাগ (Soil Classification) 

৯। মৃত্তিকার উর্বরতা ও উৎপাদনক্ষমতা (Soil Fertility and Productivity) 

১০। মৃত্তিকা ক্ষয় ও সংরক্ষণ (Soil Conservation) 

১১। মৃত্তিকা পরিবেশবিজ্ঞান (Soil Ecology) 

এখন আসি এই বিষয়ে ভাল করে কারা? 

যারা ম্যাপিং, বিজ্ঞানকে ভালবাসে, যারা বাইরে কাজ করতে ভালোবাসে। আর যারা নিচের টপিকগুলো অনুভব করতে পারে; 

• রসায়ন-রাসায়নিক গননা, জারন-বিজারন,রাসায়নিক বন্ধন,তরল-তরল দ্রবন, d-ব্লক মৌল,অম্ল-ক্ষারক 

• উদ্ভিদবিজ্ঞান- কোষস্থ জৈব রসায়ন,উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া, ইকোলজি, বায়োটেকনোলজি সর্বোপরি ভালো পর্যবেক্ষক হতে হবে। 

মৃত্তিকা বিজ্ঞান ক্যারিয়ার

• Crop consultant 

• Soil survey 

• Soil management programs recommender 

• Hydrologic plant designer 

• Soil productivity monitor 

• Land management 

• Forest production 

• Erosion control 

• Soil fertility 

• Soil resource 

• Soil microbiologist 

• Soil biochemist Soil Science Society of America – https://www.soils.org 

U.S. Consortium of Soil Science Associations – http://soilsassociation.org 

Office of Personnel Management – https://www.usajobs.gov 

ফেডারেল মৃত্তিকা বিজ্ঞানী পদের জন্য USA Jobs এ পোস্ট করা হয়। প্রতিটি শূন্যপদের জন্য নির্দিষ্ট যোগ্যতা তালিকাভুক্ত করা হয়েছে। 

দেশে যেসব কাজের ক্ষেত্র রয়েছে সেগুলো হল

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনসটিটিউট (BARI) 

মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট 

বাংলাদেশ পাট গবেষণা ইনসটিটিউট (BJRI) 

মৃত্তিকা সম্পদ গবেষণা ইনসটিটিউট (SRRI) 

তুলা উন্নয়ন বোর্ড (CDP) 

বাংলাদেশ কৃষি গবেশনা কাউন্সিল (BARC) 

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপরেসন (BADC) 

বাংলাদেশ ধান গবেষণা ইনসটিটিউট (BRRI)

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা (BINA) 

মৃত্তিকা সম্পদ উন্নয়ন কর্পোরেশন (RDI) 

বাংলাদেশ চা গবেষণা ইন্সিটিউট (BTRI) 

গম গবেষণা কেন্দ্র 

ডাল গবেষণা কেন্দ্র 

আম গবেষণা কেন্দ্র 

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সিটিউট 

Soil Water and Environment Subject Review

মৃত্তিকা বিজ্ঞানী কী? 

যেসব বিজ্ঞানী মৃত্তিকা রসায়ন, জীববিদ্যা এবং পদার্থবিদ্যা সম্পর্কে তথ্য সংগ্রহ ও সেই তথ্য মূল্যায়ন এবং বিশ্লেষণ করে প্রাপ্ত তথ্য ব্যবহার করে কৃষি উৎপাদন, জীব বৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, পরিবেশের গুণগত মান, মানব স্বাস্থ্য, ভূমি ক্ষয় প্রতিকার প্রভৃতি বিভিন্ন বিষয়ে জানান এবং প্রভাবিত করেন তাদেরকে Soil Scientist বা মৃত্তিকা বিজ্ঞানী বলে। এই বিশ্বায়নের যুগে মৃত্তিকা বিজ্ঞানীরা সয়েল সায়েন্স নিয়ে কাজ করে মৃত্তিকা গবেষণা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। 

মৃত্তিকা বিজ্ঞানী হতে কী ধরনের যোগ্যতা থাকতে হয় ? 

সয়েল সায়েন্টিস্ট বা মৃত্তিকা বিজ্ঞানী হতে হলে অবশ্যই মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে ন্যূনতম বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা প্রয়োজন। এছাড়াও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র যেমন: রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা ইত্যাদি সম্পর্কে একজন মৃত্তিকা বিজ্ঞানীর ভালো জ্ঞান থাকতে হবে।

মৃত্তিকা বিজ্ঞানীর কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয় ? 

বিশ্লেষণাত্মক দক্ষতা, দলে কাজ করার ক্ষমতা, আইটি বিষয়ক দক্ষতা, ভাল শারীরিক ফিটনেস

মৃত্তিকা বিজ্ঞানীরা কি করেন ? 

মৃত্তিকা বিজ্ঞানীরা ফেডারেল, বিশ্ববিদ্যালয়, সরকারি এবং বেসরকারি খাতের জন্য কাজ করেন। একজন মৃত্তিকা বিজ্ঞানীর কাজের মধ্যে রয়েছে মৃত্তিকা বিজ্ঞান সংক্রান্ত তথ্য সংগ্রহ, পরামর্শ, তদন্ত, মূল্যায়ন, ব্যাখ্যা, পরিকল্পনা ও পরিদর্শন। 

একজন মৃত্তিকা বিজ্ঞানীর বিভিন্ন ধরণের মৃত্তিকার বৈশিষ্ট্য বিশ্লেষণ ও নির্ধারণ করতে সক্ষম হওয়ার জন্য ভাল পর্যবেক্ষণ দক্ষতার প্রয়োজন। জটিল এবং ভৌগোলিক অঞ্চলের মৃত্তিকার ধরন একজন মৃত্তিকা বিজ্ঞানী জরিপ করতে পারেন। 

বায়বীয় ছবি বা বিভিন্ন স্যাটেলাইট ইমেজ এলাকা গবেষণার জন্য প্রায়ই ব্যবহার করা হয়। কম্পিউটার দক্ষতা এবং ভৌগোলিক তথ্য ব্যবস্থা বিজ্ঞানীকে ভূ-প্রকৃতিবিদ্যা, ভূগোলবিদ্যা, গাছপালা এবং জলবায়ুর একাধিক দিক বিশ্লেষণ করতে ল্যান্ডস্কেপে রেখে যাওয়া নিদর্শনগুলি আবিষ্কার করতে সাহায্য করে।

মৃত্তিকা বিজ্ঞানীরা অফিস এবং মাঠ উভয় ক্ষেত্রেই কাজ করেন। মাঠ পর্যায়ে কাজের জন্য রুক্ষ এবং অমসৃণ জমির উপর দিয়ে হাঁটা এবং নমুনা সংগ্রহ করতে বা মৃত্তিকার গর্তের এক্সপোজার পরীক্ষা করার জন্য বেলচা ও কোদাল ব্যবহার করতে হতে পারে। 

মৃত্তিকা বিজ্ঞানীর কাজ গুলো হলো- 

সাধারণ এবং বিশদ মৃত্তিকা জরিপ পরিচালনা করা। মৃত্তিকার হাইড্রিক (আদ্রতা) বৈশিষ্ট্য নির্ধারণ করা। মৃত্তিকা ব্যবস্থাপনা কর্মসূচির সুপারিশ করা। শহরতলির এলাকায় হাইড্রোলজিক পরিকল্পনা ডিজাইন করতে সাহায্য করা। মৃত্তিকার উৎপাদনশীলতার উপর খামার, পশু খামার বা বন কার্যক্রমের প্রভাব পর্যবেক্ষণ করা। 

ভূমি ব্যবস্থাপনা কর্মসূচির পরিকল্পনা করতে সাহায্য করার জন্য ব্যবহৃত প্রযুক্তিগত পরামর্শ প্রদান। প্রাকৃতিক সম্পদের উপর ভূমি ব্যবস্থাপনা প্রভাবের পূর্বাভাস। ভূমি ও মৃত্তিকার বৈশিষ্ট্য বর্ণনা করে প্রতিবেদন তৈরি করা। মৃত্তিকার ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে ভূমি পরিচালকদের পরামর্শ দেওয়া (যেমন, কাঠ বিক্রি, জলাশয় পুনর্বাসন প্রকল্প, পরিবহন পরিকল্পনা, মৃত্তিকার উৎপাদনশীলতা, সামরিক কৌশল, বিনোদন উন্নয়ন)। অন্যান্য কর্মীদের প্রশিক্ষণ।

প্রযুক্তিগত কাগজপত্র প্রস্তুত করা এবং পেশাদার মৃত্তিকা বিজ্ঞান সভায় যোগদান করা। সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা পরিচালনা। ফসল উৎপাদন। বনজ পণ্য এবং ক্ষয় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য মৃত্তিকা ব্যবস্থাপনা। ফসলের পুষ্টি ও পানির প্রাপ্যতা মূল্যায়ন করা। ল্যান্ডস্কেপ ডিজাইন। 

খনি পুনরুদ্ধার এবং সাইট পুনরুদ্ধারের জন্য মৃত্তিকা পরিচালনা করা। বনের মৃত্তিকা, জলাভূমি, পরিবেশগত বিপন্নতা, পরিবেশগত অবস্থা এবং প্রত্নতাত্ত্বিক স্থান অনুসন্ধান। অ-বিপজ্জনক প্রক্রিয়ায় বর্জ্য সহ বর্জ্য প্রয়োগের মূল্যায়ন (অবশিষ্ট এবং স্লাজ ব্যবস্থাপনা)। মৃত্তিকার স্থিতিশীলতা, আর্দ্রতা ধরে রাখা বা নিষ্কাশন, স্থায়িত্ব এবং পরিবেশগত প্রভাবের উপর গবেষণা পরিচালনা করা। 

পরিবেশগত বিপদের মূল্যায়ন, বিপজ্জনক বর্জ্য স্থান সহ যা মৃত্তিকা তদন্তের কৌশল, রাসায়নিক ভাগ্য এবং পরিবহন ঘটনা মূল্যায়ন এবং জড়িত বেসরকারী এবং জনস্বার্থ (সরকারি সংস্থা) দ্বারা ভূমি ও মৃত্তিকা সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ করা এগুলি এমন কিছু কার্যকলাপ যা মৃত্তিকা বিজ্ঞানীরা নিয়মিত অনুশীলন করেন।

মৃত্তিকা বিজ্ঞানী কি ধরনের মানুষ হয় ? 

যারা মৃত্তিকা বিজ্ঞানী হন তাদের সাধারণত নিম্নলিখিত এক বা একাধিক বৈশিষ্ট্য থাকে বিজ্ঞান প্রেম, বাইরে কাজ উপভোগ করা, প্রকৃতির মানচিত্র সম্পর্কে উৎসাহ, মৃত্তিকা সংরক্ষণ, ভূমি ব্যবহার, জলের গুণমান, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিবেশগত সিদ্ধান্তগুলির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হওয়ার ইচ্ছা, সমাজের সকল দিকের মৃত্তিকা এবং পরিবেশ সম্পর্কে তাদের জ্ঞানের আগ্রহ, এসব বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও উত্তর, কৃষি এবং পরিবেশগত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ক্ষুধা, অন্যের সাফল্যে অবদান রাখার ইচ্ছা। 

কিভাবে USDA এর মৃত্তিকা বিজ্ঞানী হয় ? 

ইউএসডিএ-এনআরসিএস অথবা ইউএসডিএ ফরেস্ট সার্ভিসে মৃত্তিকা বিজ্ঞানী পদের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা হল একটি 4-বছরের ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি যা প্রাকৃতিক বিজ্ঞানে (যেমন- জৈবিক, ভৌত এবং পৃথিবী বিজ্ঞান) বিষয়ে এবং মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে (উদাহরণস্বরূপ- মৃত্তিকার উৎপত্তি এবং রূপবিদ্যা, মৃত্তিকা রসায়ন, মৃত্তিকা পদার্থবিদ্যা, এবং মৃত্তিকার উর্বরতা)। 

মৃত্তিকা বিজ্ঞান ক্যারিয়ার এর সুযোগ কোথায় ? 

আশা করি এই তথ্য থেকে উপকৃত হয়েছেন। তাই মৃত্তিকা বিজ্ঞান পড়ে গর্ববোধ করুন ও মৃত্তিকা বিজ্ঞান এ ক্যারিয়ার গড়ুন এবং মৃত্তিকা সম্পদের উন্নয়ন তথা দেশ ও জাতির উন্নয়ণে টেকসই ভূমিকা পালন করুন। বেতন বলার অপেক্ষা রাখে না। 

আর বাইরের দেশের কথা বলতে গেলেতো সোনায় সোহাগা। উচ্চশিক্ষার সুযোগ রয়েছে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে। আমার কথার উপর ভরসা না করে নিজেও SOIL SCIENCE এর খোজ খবর নাও। আরো খোঁজ নেয়ার জন্য গুগল তো আছেই।

Next Post Previous Post