হাঙ্গেরিতে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে পড়ার সুযোগ

প্রথমেই , একটু বলে নেই হাঙ্গেরি দেশটি সম্পর্কে । 

Hungary university 

হাঙ্গেরি মধ্যে ইউরোপীয় ছোট একটি দেশ। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে : স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, অস্ট্রিয়া। হাঙ্গেরির আয়তন : ৯৩,০৩০ বর্গকিলোমিটার। জনসংখ্যা: দেশটির জনসংখ্যা ৯,৬৬০,৩৫১ জন।২০২০ সালের জনসংখ্যা বৃদ্ধির হাড় ২.২% এবং ২০৫০ সালে তা গিয়ে দাঁড়াবে ১% এ। 

হাঙ্গেরি একটি ওইসিডি উচ্চ-আয়ের অর্থনীতি এবং নামমাত্র জিডিপি দ্বারা বিশ্বের 54 তম বৃহত্তম অর্থনীতি রয়েছে এবং পিপিপি- র 53 ম বৃহত্তম দেশ রয়েছে । এটির সামাজিক সুরক্ষা ব্যবস্থা , সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং শিক্ষামুক্ত মাধ্যমিক শিক্ষার বৃহত অংশের কারণে এটি মানব উন্নয়ন সূচকে 45 তম স্থানে রয়েছে । হাঙ্গেরির সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসে চারুকলা , সংগীত , সাহিত্য , ক্রীড়া , বিজ্ঞান এবং প্রযুক্তিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে। এটা তেরো-সবচেয়ে জনপ্রিয় পর্যটক গন্তব্য ইউরোপে 2017 15,8 মিলিয়ন আন্তর্জাতিক পর্যটকদের অঙ্কন, এই ধরনের বৃহত্তম যেমন আকর্ষণ বকেয়া তাপ জল বিশ্বের গুহা সিস্টেম, দ্বিতীয় বৃহত্তম তাপ হ্রদ , মধ্য ইউরোপ বৃহত্তম লেক এবং ইউরোপের বৃহত্তম প্রাকৃতিক তৃণভূমি । 

Stipendium Hungaricum Scholarship

বাংলাদেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা আসন কত ? পরীক্ষার ধরণ গুচ্ছ নাকি স্বতন্ত্র? 

universities in Hungary

টপ ভার্সিটি: (World ranking) 

Semmelweis University (400-500th) 

Eötvös Loránd University(601-800th) 

University of Pécs(601-800th) 

University of Debrecen(801-1000th) 

Scholarship in Hungary 

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ: 

হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর ২ বা ৩ বার ভর্তির জন্য আবেদন করা যায়। এগুলো হলো এপ্রিল থেকে জুলাই, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং অক্টোবর থেকে ডিসেম্বর। 

গত দুই বছর হলো হাঙ্গেরি সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ অফার করে আসছে। তবে এই স্কলারশিপ আমাদের দেশে খুব একটা জনপ্রিয় নয়। ফুল স্কলারশিপ টি সচিবালয়ে মাধ্যমে আবেদন করতে হয়।সর্বোচ্চ দুটো ভার্সিটিতে আবেদন করতে পারবেন। নিচে লিঙ্ক দেওয়া আছে। 

স্কলারশিপের আবেদনের লিঙ্ক: হাঙ্গেরী: https://apply.stipendiumhungaricum.hu 

বাংলাদেশ সচিবালয়: অফিসিয়াল পেজঃ http://scholar.banbeis.gov.bd/hungary 

আবেদন প্রক্রিয়াটি শেষ : ১৬ জানুয়ারি 

স্টাডি লেভেল: আন্ডার গ্র্যাজুয়েট ও মাস্টার্স এবং পিএইচডি/ডক্টরাল। 

স্টাডি মিডিয়াম: আপনি ইংরেজি বা হাঙ্গেরিয়ান ভাষায় পড়ালেখা করতে পারবেন। 

কাগজপত্র যা যা লাগবে: 

১। পাসপোর্ট ২। একাডেমিক সার্টিফিকেট এবং নম্বর পএ ৩। জন্ম নিবন্ধন অথবা এনআইডি ৪। রিকমেন্ডেশন লেটার (২ টি) ৫। মোটিভেশান লেটার ৬। সিভি ৭। মেডিকেল সার্টিফিকেট ৮। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট (যদি থাকে) ৯। আইইএলটিএস স্কোর (ভার্সিটির রিকোয়ার্মেন্ট অনুযায়ী) 

Hungary university requirements 

স্নাতকে আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ১৮ হতে হবে এবং উচ্চমাধ্যমিক পাস করতে হবে। বেশিরভাগ বিষয়ে পড়তে গেলে প্রয়োজন হবে আইইএলটিএসের। কিছু ক্ষেত্রে আইইএলটিএসের প্রয়োজন হয় না।আইইএলটিএস স্কোর ন্যূনতম ব্যান্ড স্কোর ৫ থাকতে হবে। তবে সাবজেক্ট ভেদে আরো বেশি লাগতে পারে। তাই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের পছন্দের সাবজেক্টটির রিকোয়ারমেন্ট দেখে নিন 

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। ১৬ জানুয়ারির মধ্যে পুরো আবেদন প্রক্রিয়াটি শেষ করতে হবে।বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনলাইন আবেদনের পাশাপাশি ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ডকপিও শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। তবে এ বছর বাংলাদেশ থেকে কতজন এই স্কলারশিপ পাবেন বা কতজন বাংলাদেশিকে এই স্কলারশিপ দেওয়া হবে, তা আবেদনের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। 

হাঙ্গেরিকাম স্কলারশিপে আবেদন করবেন যেভাবে- 

আবেদন করতে এখানে একাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত এই লিংকে অনলাইনে আবেদন করতে হবে। । অনলাইন আবেদন সম্পন্ন করার পর আবেদনের কপি সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিচের ঠিকানায় জমা দিতে হবে।

প্রাপকের ঠিকানা- যুগ্নসচিব (বৃত্তি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় , ঢাকা। 

আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে জমা দিতে হবে। জমা প্রদানের শেষ তারিখ ১৭ জানুয়ারি বিকাল ৪ টা। খামের উপর প্রাপক, প্রেরক, আইডি/ট্র্যাকিং নাম্বার, প্রোগ্রামের নাম লিখতে হবে। 

Stipendium Hungaricum Scholarship 

আবেদন টাইমলাইন : 

১৬ জানুয়ারি- অনলাইন এবং সেন্ডিং পার্টনারের (শিক্ষা মন্ত্রনালয়) কাছে আবেদন সাবমিট ২৮ ফেব্রুয়ারি- টেকনিক্যাল চেক এবং নমিনেশন প্রসেস মার্চ থেকে মে- সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন প্রক্রিয়া জুন- ফলাফল জুন থেকে জুলাই- ভিসা এপ্লিকেশন প্রসেস সেপ্টেম্বর- হাঙ্গেরি তে আসা 

INSTITUTE OF BUSINESS ADMINISTRATION [IBA] SUBJECT REVIEW

Stipendium Hungaricum Scholarship

স্কলারশিপের সুযোগ সুবিধা: 

স্কলারশিপে টিউশন ও স্বাস্থ্যবিমা ফি সম্পূর্ণ ফ্রি। তবে আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল- তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল গণ্য হবে। যদি স্কলারশিপ পান তবে আপনার টিউশন ফি দিতে হবে না। সেইসাথে হেল্থ ইনসুরেন্সের খরচও এই স্কলারশিপের আওতায়। 

Masters in Hungary

ব্যাচেলর এবং মাস্টার্সের স্টুডেন্টরা প্রতি মাসে পাবে ১৩০ ইউরো, বাংলাদেশী টাকায় প্রায় ১৩৫০০ টাকা। পিএইচডি শিক্ষার্থীরা প্রতি মাসে পাবেন ৪৫০-৫৫০ ইউরো, যা প্রায় ৪৭ হাজার বাংলাদেশী টাকা । ক্যাম্পাসের ডরমিটিরিতে বিনা ভাতায় থাকার ব্যবস্থা। উল্লেখ্য, ডরমিটরিতে না থাকতে চাইলে মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১২ হাজার টাকা করে দেয়া হবে বাড়ি ভাড়া ভাতা বাবদ। মেডিকেল ইনস্যুরেন্স 

ব্যাচেলর এবং মাস্টার্স স্টুডেন্টদের এই টাকা দিয়ে আপনার চলা হয়তো একটু কষ্ট হয়ে যাবে। তবে পার্ট-টাইম জব করে ভালোভাবে চলতে পারবেন।ইচ্ছে করলে হাঙ্গেরির কাছের দেশ ফ্রান্স, ইতালি, পর্তুগালে গিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই বসবাস করার সুযোগ পাওয়া যায়। 

পার্ট-টাইম জব: 

হাঙ্গেরিতে আপনি সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পারবেন। যা দিয়ে খুব সহজেই নিজের এক্সটা খরচ কভার করতে পারবেন। গড়ে একজন বিদেশি শিক্ষার্থী ঘন্টায় ৮০০ HUF এবং সর্বোচ্চ ২০০০ HUF (rare) আয় করতে পারে। বড় শহর গুলোতে জব পাওয়া একটু সহজ। 

Conclusion:

স্কলারশিপটি অন্য অনেক স্কলারশিপের মতো প্রতিযোগিতা পূর্ণ নয়। তাই মোটামুটি রেজাল্ট, আইইএলটিএস স্কোর ভালো থাকলে চেষ্টা করে দেখতে পারেন। লেখাপড়া শেষে অন্য সব ইউরোপীয় দেশের মতো হাঙ্গেরি ও আপনাকে জব খোঁজার ভিসা দিবে। যদি সেই সময়ের মধ্যে জব ম্যানেজ করতে পারেন তবে থেকে যেতে পারবেন।

Related Posts
Next Post Previous Post