Fabric Engineering Subject Review
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং - বুনন প্রকৌশল
বুনন প্রকৌশল টেক্সটাইলের একটি মৌলিক অংশ। Fabric বলতে প্রক্রিয়াজাতকৃত সুতা হতে উৎপন্ন বস্ত্রকে বোঝায়। প্রক্রিয়াজাতকৃত সুতা হতে বস্ত্র উৎপন্ন করাই হল ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ।ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ছাড়া টেক্সটাইল খাত কল্পনা করা অসম্ভব। এটি টেক্সটাইলের সবচেয়ে ক্রিয়েটিভ সেক্টর বলে খ্যাত।
![Fabric Engineering Subject Review Fabric Engineering Subject Review](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRuMp5VulUQvEW6mClwnrp46Wqb3H7ukMJt2jfg_OInjeGM459c3oxAaGqBXBiuDIymqWvghRIgFwQloQutldPhTUFSacLLV9IxcnIu5baTuiw6pWTl4ym67kbJgOiNSRHToNK6yQXy8N0i8EDR87gJkzt5s0e8wFfkRxE1pWSgffjYBHT8zHLSx9b/w320-h213/girl-3718526_1920.jpg)
ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজঃ
প্রক্রিয়াজাতকৃত সুতা হতে ভালো মানের বস্ত্র উৎপন্ন করাই হল ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল লক্ষ্য।
Fabric Manufacturing এর জন্যে দুটি প্রক্রিয়া রয়েছেঃ
- Weaving (বয়ন)
- Knitting (বুনন)
- Weaving Process (বয়ন প্রক্রিয়া) কয়েকটি ধাপে করা হয়ে থাকে-
- Winding
- Warping or Beaming
- Sizing
- Looming
- Pinning (Processing The Weft)
- Weaving (Shedding, Picking, Beating Up)
- Measurements ইত্যাদি
Knitting Process (বুনন প্রক্রিয়া) দুইভাবে করা হয়ে থাকে-
Warp
Weft
একটি বিশেষ যন্ত্র দ্বারা এই ধাপের কার্যক্রম করা হয়।এই ধাপে অনেকটা হাতে বুনন করার মতই কাজ করা হয়।
Warp
Weft
একটি বিশেষ যন্ত্র দ্বারা এই ধাপের কার্যক্রম করা হয়।এই ধাপে অনেকটা হাতে বুনন করার মতই কাজ করা হয়।
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং অন্তর্ভুক্ত বিষয়াবলিঃ
- Weaving Preparatory Process
- Weaving-I
- Weaving-II
- Knitting-I
- Knitting-II
- Fabric Manufacturing
- Fabric Testing & Quality Control
- Special Fabric Production ইত্যাদি
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং চাকরি ও বেতনঃ
ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ের রয়েছে চাকরির বিশাল সুযোগ।চাকরি যেখানে সোনার হরিণ সেখানে টেক্সটাইল খাতে বিশেষ করে ফেব্রিক সেক্টরে চাকরি পাওয়া তুলনামূলক সহজ।প্রতি বছর Woven Fabric এবং Non Woven Fabric খাতে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়,যেখানে ফেব্রিক ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং পাস করে Weaving Production, Knitting Production, Fabric Merchandising, Fabric Marketing ইত্যাদি সেক্টরে চাকরি করা যায়।শুরুতে ২৫ হাজার বেতন পাওয়া গেলেও দ্রুত এই অংক আরো বড় হতে থাকে।
ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ে বিদেশে উচ্চ শিক্ষাঃ
ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা লাভের বিরাট সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র,কানাডা, অস্ট্রেলিয়া,জার্মানি,তুরস্ক সহ বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা লাভের সুযোগ রয়েছে।
টেক্সটাইল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হল ফেব্রিক ইঞ্জিনিয়ারিং।আজ যে বাংলাদেশে টেক্সটাইলের বিপ্লব ঘটেছে তার পিছনে রয়েছে হাজারো ফেব্রিক ইঞ্জিনিয়ারদের অবদান।সামনে এ ধারা বজায় রাখতে হলে ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ের বিকল্প নেই।