Yarn Engineering Subject Review

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট রিভিউ 

Yarn Engineering সাবজেক্টটা ভার্সিটির সবচেয়ে প্রাচীন একটা সাবজেক্ট

যার চাহিদা সব সময়ই থাকবে। টেক্সটাইল এর বেসিক ই হল এই সাবজেক্ট। “Mother of Textile” এর পাশাপাশি একে “Legend Making” সাবজেক্ট ও বলা হয়। কারণ টেক্সটাইল এর যত রাঘব-বোয়াল এই সাবজেক্ট থেকে পাস করা। ভার্সিটির ছাত্র হওয়ার পর আরও ভালভাবে অনুধাবন করতে পারবে। 
Yarn Engineering Subject Review 2020 For Admission test

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং কোথায় পড়বে

BUTEX এ Yarn Engineering ডিপার্টমেন্ট এর জন্য ৮০ টা সিট বরাদ্দ থাকে।  JTEC,SARSTEC,PTEC, NTEC,CTEC,BTEC, AUST এ

কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় প্রথম দিকে সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ালেও শেষের দিকে Dept. ভাগ করে দেয়া হয়। যেমন DUET,KUET,MBSTU,JUST

Faculties and departments of Textile


Faculty of Textile Engineering

  1. Department of Yarn Engineering (YE)
  2. Department of Fabric Engineering (FE)

Faculty of Textile Chemicals Engineering

  1. Department of Wet Process Engineering (WPE)
  2. Department of Dyes & Chemicals Engineering (DCE)

Faculty of Fashion Design & Apparel Engineering

  1. Department of Apparel Engineering (AE)
  2. Department of Textile Fashion & Design (TFD)

Faculty of Textile Management & Business Studies

  1. Department of Textile Engineering Management (TEM)
  2. Department of Industrial & Production Engineering (IPE)

Faculty of Science & Engineering

  1. Department of Textile Machinery Design & Maintenance (TMDM)
  2. Department of Physics
  3. Department of Chemistry 
  4. Department of Mathematics and Statistics (Math)
  5. Department of Applied Science (AS)
  6. Department of Humanities &Social Sciences (HSS)

ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং

ভার্সিটিও ফেব্রিক এবং স্পিনিং (Yarn) কে আলাদাভাবে বেসিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ফ্যাকাল্টিতে ভাগ করেছে। যার অবশ্যই significant কারণ আছে। আর নতুন যে সব সাবজেক্ট দেখছ তা ফেব্রিক এবং স্পিনিং (Yarn) এর সাপোর্টিব হিসেবেই খোলা হয়েছে ।যেমনঃ IPE, MDE.

আর সবচেয়ে বেশি ল্যাবও এই ডিপার্টমেন্ট এর- স্পিনিং ল্যাব, জুট ল্যাব, টেক্সটাইল টেস্টিং ল্যাব। রয়েছে নিজস্ব ক্লাব এবং স্পিনার্স কর্নার। যারা সারা বছর স্পিনিং এর ছাত্রদের নিয়ে কাজ করে।  বুটেক্স স্পিনার্স ক্লাব।ডিপার্টমেন্ট ভিত্তিক বিদেশি Scholarship যদি বলি একমাত্র এই ডিপার্টমেন্ট এর আছে। প্রতি বছর Switzerland এর Rieter কোম্পানি Yarn Engineering এর একজন ছাত্রকে দিয়ে থাকে।

Yarn marketing jobs in Bangladesh

Yarn Engineering থেকে যে কোন দিকে শিফট করা গেলেও এর রয়েছে বিশাল জব সেক্টর। বাংলাদেশে প্রায় ৩২০ এর মত স্পিনিং মিল রয়েছে। যার প্রতিটায় প্রচুর ইঞ্জিনিয়ার লাগে। 

মজার বিষয় হল, বাংলাদেশে যত জায়গায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ান হয়, বুটেক্স আর AUST ছাড়া আর কোথাও Yarn Engineering নেই। সুতরাং জব সেক্টর পুরটাই তোমার দখলে। 

Yarn engineering salary in Bangladesh

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এ স্টার্টিং সেলারি ২০,০০০ থেকে শুরু হলেও খুব তাড়াতাড়ি GM, AGM হওয়া সম্ভব। 

খুব তাড়াতাড়ি ফাইবার এর নতুন ডিপার্টমেন্ট আসবে। শিক্ষকতা যাদের ইচ্ছা তাদের জন্যও সুযোগ সবচেয়ে বেশি। সারাদেশেও এই সাবজেক্ট এর শিক্ষক সংকট রয়েছে।

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এ গবেষণা/ হায়ার স্টাডিজের সুযোগ

টেক্সটাইল গবেষণার ভিত্তিই হল ফাইবার। যার পুরোটা Yarn Engineering এর আওতাধীন। এর সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক মিল থাকায় বাইরের দেশেও রয়েছে ব্যাপক চাহিদা। বুটেক্সেও অভ্যন্তরীণ যত গবেষণা হয়, বেশীরভাগ ই হয় ফাইবার নিয়ে। বর্তমানে জুট এবং কলার সূতা নিয়ে গবেষণা চলছে। 

টেক্সটাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হলে সবার আগে Yarn এর ডেভেলপমেন্ট করতে হবে। তাই গবেষণার খাতও অনেক বিস্তৃত। Artificial fiber Development এর ব্যাপার তো আছেই। BMW গাড়ীতে যে জুট কম্পোজিট ব্যবহার করা হয় তাও yarn এর ফসল।
Next Post Previous Post