Computer Science and Engineering (CSE) Subject Review
CSE সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে একটু সতর্ক থাকবে,
কারণ একটা ভূল সিদ্ধান্ত তুমাকে সারা জীবনের জন্য হতাশ করে দিতে পারে! হয়ত নাম শুনে মনে হচ্ছে অনেক ভালো সাবজেক্ট বা আসলেই অনেক ডিমান্ডেবল সাবজেক্ট, কিন্তু এসব দেখে হুজুকে সাবজেক্ট না নিয়ে আগে ভাবো তুমার কি ভালো লাগে! ওমুক ফ্রেন্ড এটা নিলো, ফ্যামিলি এটা নিতে বলছে বলে সাবজেক্ট নিও না!তাহলে পরে সারা জীবন পস্তাবে!! তোমার যেটা করতে ভালো লাগে বা যেটা প্যাশন সেটা নিয়েই তুমি পড়ো তবেই তুমি ফিউচারে ভালো করতে পারবে!!কোন সাবজেক্ট এর ডিমান্ড বেশি এটা দেখে নিলে না !
এবার আসি সি.এস.ই C.S.E তে
দেখে দেখে, হুজুকে কিংবা সাস্ট সিএসই ভালো বলে যদি তুমি সিএসই নেয়ার সিন্ধান্ত নিয়ে থাকো, তাহলে বলবো এটা কখনো বুদ্ধিমানের কাজ নয়!! সিএসই তে পড়তে চাইলে আগে দেখো এখানে কি পড়ানো হয়!এইচএসই তে তুমরা আইসিটি নামে একটা সাবজেক্ট পড়েছো!তোমার কাছে কেমন লেগেছে? প্রোগ্রামিং নামে কিছু জিনিষ ছিলো সেখানে, কেমন টেনেছে সেগুলা তুমাকে? কিছুক্ষণ ভাবো ! তারপর ভাবো তুমি ম্যাথ কেমন পারো!!ম্যাথের বেসিক কেমন তুমার!তারপর দেখো কেমন ধৈর্য্য আছে তোমার!সারা দিন পিসির সামনে বসে থাকার মতো মন মানুষিকতা আছে কিনা!
Computer Science and Engineering (CSE) Subject Review
![](https://img.youtube.com/vi/wP4Htiut3ho/hqdefault.jpg)
আসো এখন কথা বলি প্রোগ্রামিং
প্রোগ্রামিং, ম্যাথ আর ধৈর্য এই তিনটি বিষয়ে!!প্রথমতো, তুমি কি জানো প্রোগ্রামিং কি?যদি জানো তাহলে সেটা তোমার কেমন লাগে?আর যদি না জানো তাহলে গুগলে সার্চ দাও! দেন দেখো! প্রোগ্রামিং এর কথা কেন বলছি!
CSE তে পড়তে হলে তুমাকে এই জিনিসটা করতেই হবে!! না হলে তুমার সিএসই পড়া আর বাংলাতে অনার্স করা একই কথা হবে!!আচ্ছা এখানে তাহলে ম্যাথের কি প্রয়োজন?আসলে তুমাকে ম্যাথম্যাটিকালল জিনিসগুলাকেই কোড আকারে লিখতে হবে!!তাই ম্যাথে দুর্বল থাকলে পরে পেইন খাবে!! আর সি এস ই পড়ার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য!! এমনও হতে পারে তুমাকে একটা প্রবলেম সলভ করার জন্য দুই তিন দিন পিসির সামনে বসে থাকতে হতে পারে!!
সিএসইতে পড়ার জন্য আর একটা বড় জিনিস হচ্ছে ক্রিয়েটিভিটি!!
তোমাকে অবশ্যয় ক্রিয়েটিভ হতে হবে!আর প্যাশন থাকতে হবে!আর সাবজেক্টটার প্রতি অবশ্যয় ভালোবাসা থাকতে হবে!সাবজেক্ট এর প্রতি ভালবাসা নাথাকলে কোন সাবজেক্ট এই ভাল করা সম্ভব না।
এখন আসি জব মার্কেট নিয়ে :
সি এস ইর জব ডিপেন্ড করে তুমি কি শিখেছো! কি জানো! যদি তুমি কাজ পারো তবে জবইই তোমার পেছনে ছুটবে আর যদি আজ না পারো তবে সাস্ট ,বুয়েট সিএসই যাই হও তুমার ভ্যালু শূন্য!!এখানে চাচা মামা থাকলেও কোন কাজে আসবে না!!যদি তুমি কাজ পারো তবে সার্টিফিকেট ও এই সাবজেক্ট এ মূখ্য কিছু না
একটা ছোট্ট উদাহরণ :
একজন বড়ভাইয়ের। উনি সাস্টের ৯৭/৯৮ ব্যাচের মনির ভাই। পাগল টাইপের মানুষ। ক্লাশ করতেন না। দিনরাত নতুন নতুন সফটওয়ার বানাতেন। অনেক ড্রপ কোর্স ছিলো। রেজাল্ট ৩ এর নীচে। উনার ব্যাচের ৪/২পরীক্ষার পরে উনার অনেক কোর্স বাকী ছিলো। সার্টিফিকেট ছাড়াই উনি চাকরী পেয়ে গেলেন মাইক্রোসফট এ। জাফর স্যার উনাকে আমেরিকা থেকে আনিয়ে কোর্সগুলা কমপ্লিট করিয়েছিলেন। কথায় কথায় স্যার একবার মনির ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার রেজাল্ট, সার্টিফিকেট নিয়ে এরা কিছু বলেনা? মনির ভাই উত্তর দিলেন, "না। ওরা ভয় পায়! যদি আমি জব টা ছেড়ে দিই!!
হোপ তোমরা বুঝতে পেরেছো!! এখন সিদ্ধান্ত তোমার! কারো দেখাদেখি না!! নিজে ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও! একটা ভূল সিদ্ধান্ত যেন সারা জীবন হতাশার কারন না হয়! কারন তুমি চাইলেও পরে সেটা চেঞ্জ করতে পারবে না!