English Subject Review। ইংরেজি সাবজেক্ট রিভিউ

English Subject Review - ইংরেজি সাবজেক্ট রিভিউ


English Subject Review

Q. ইংরেজী অনার্স কোথায় কোথায় পড়ানো হয় ? 

A. 
  • পাবলিক ইউনিভার্সিটি, 
  • প্রাইভেট ইউনভার্সিটি ও 
  • জাতীয় বিশ্ববিদ্যালয় এবং র অধীনস্থ বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে অনার্স বিষয় হিসেবে ইংরেজী পড়ানো হয়।


Q. ইংলিশ থেকে অনার্স কিংবা মাস্টার্স  কি পড়ানো হয় ?

A. এই প্রশ্নটি খুব স্বাভাবিক। ওয়েল, বেসিক ল্যাঙ্গুইজ নিয়ে প্রথম বর্ষে কোর্স থাকবে, কিন্তু ভাষা নিয়ে কাটাকুটি ওই পর্যন্তই। এরপর থেকে শুরু হবে পিওর লিটারেচার নিয়ে ঘাটাঘাটি।

এখানে একটা ফ্রি অ্যাডভাইজ দিয়ে রাখি,
সাহিত্যের প্রতি ভালোবাসা থাকলে এখানে তুমি সত্যিই ভালো করতে পারবে; আর ভালোবাসা এখনো তৈরি না হয়ে থাকলে এখন থেকেই টুকটাক বইটই পড়া শুরু করে দিতে পারো। গল্পটল্প পড়তে নিশ্চই বোরিং লাগার কথা না!

Q. ইংলিশ অনার্স এ কী কী পড়ানো হয় ?

A. ইংরেজী বিভাগকে শুধুই ইংরেজী বিভাগ না বলে ইংরেজী সাহিত্য বলা হয়। ইংরেজী সাবজেক্ট মানেই যে সেখানে আপনাকে গ্রামার শেখানো হয় তা নয়। এখানে চার বছরর কোর্সে মূলত আপনাকে সাহিত্যের খুটিনাটি বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করতে হবে।পরিবর্তিত সিলেবাসে প্রথম বর্ষে যদিও Grammar এর ১টি কোর্স আছে সবেমাত্র। অন্যান্য বর্ষগুলোতে আপনাকে ইংরেজী সাহিত্যের উপর পাঠ্যক্রম চালিয়ে যেতে হবে পাশাপাশি History, Philosophy, Greek Classics, Drama, Novel ইত্যাদি কোর্স থাকবে।

ইংরেজী বিভাগের ১ম/২য় বর্ষের শিক্ষার্থীদের বাধ্যতামূলক Diploma in French Language পরীক্ষা দিতে হয়। বিনা খরচাতেই French Language Diploma পাবেন যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। প্রথম এবং দ্বিতীয় বর্ষে অন্যান্য প্রয়োজনীয় কিছু বিষয়েও পড়ানো হবে তোমাদের। এই যেমন বেসিক কম্পিউটার, হালকাপাতলা ম্যাথ- এইসব আরকি। তবে আবারো বলছি, এরপর শুধুই লিটারেচার আর লিটারেচার!

Q. শুধু সাহিত্য কপচে তাহলে করবোটা কি?

A. সাহিত্য মানুষের জীবনের দর্পণ স্বরূপ; সাহিত্য মানুষকে খেলার ছলে শিক্ষা দেয়- এইসব গুরুগম্ভীর কথায় না গিয়ে এটুকুই বলবো- একজন ভালো মানুষ হতে শিখবে। জীবনবোধকে স্পর্শ করতে পারবে। নাহ, এগুলাও বোরিং কথাবার্তাই! 

জানা দরকার, 

Q. ইংলিশ অনার্স পড়ে বের হয়ে কি কি হবো?

A. ইংলিশ থেকে অনার্স কিংবা মাস্টার্স করার পর তোমার সামনে খোলা থাকবে অনেক গুলো রাস্তা:
১) শিক্ষকতা
২) বিসিএস
৩) ব্যাংকিং
৪) বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুযোগ
৫) কল সেন্টার
৬) DU-IBA, GRE, SAT, GMAT, IELTS-এর মতো পরীক্ষা গুলোয় ইংলিশের উপর ভালো দক্ষতা আবশ্যক। পড়ার ছলে ওদিকটাও ঝালিয়ে নেওয়া হবে। 

আর এভাবে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য থাকছে অসাধারণ একটা সুযোগ! আর যেকোনো জবের সার্কুলার দেখলেই দেখা যায়, ইংলিশের উপর গুড কমান্ড রিকয়্যার করছে। তাই এটা একটা ভালো পয়েন্ট।

English Subject Review Video from YouTube :


বর্তমানের চাকরী বাজারে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের যথেষ্ঠ পরিমাণে বিস্তৃতি রয়েছে। চাকরিক্ষেত্রে ইংরেজীতে দক্ষ হওয়া কতটা গুরুত্বপূর্ণ, এই বিভাগে ইংরেজীতে দক্ষ হয়ে উঠার জন্য উপযুক্ত পরিবেশটা পাবেন। বিসিএস পরীক্ষাতে বাধ্যতামূলক English Literature বিষয় প্রশ্ন আসে যেগুলো অনায়াসেই ইংরেজী বিভাগ থেকে অনার্স করা যেকোনো শিক্ষার্থীর জন্যই সহজবোধ্য।

এছাড়াও : 
  • বেসরকারি বিভিন্ন প্রাইভেট ফার্ম 
  • Ministry of Foreign Affairs' 
  • মার্চেন্ডাইজিং
  • আবার ইংলিশে higher study করে জয়েন করতে পারেন কোনো ভার্সিটিতে লেকচারাল হিসেবে।
 এছাড়া সরকারী বিভিন্ন চাকরী তো আছেই।রেজাল্ট ভালো থাকলে যেকোনো চাকরীর ক্ষেত্রেই আপনি যোগ্য এই বিভাগ থেকে।
Next Post Previous Post