Mechatronics Engineering Subject Review

তুমি কি রোবট বানাতে চাও অথবা বায়োনিক সুপার হিউম্যান সাইবর্গ বানাতে চাও কিংবা চাও চিচিং ফাক বলার সাথে সাথে তোমার ঘরের দরজা খুলে যাবে
তাহলে এই টিউন টি তোমর জন্য। না আমি এখানে রোবট বানানো শিখাবো না।
আমি একটা সাবজেক্ট সম্পর্কে কিছু কথা বলব,
বেতন : এক জরিপে দেখা গেছে অ্যামেরিকার একজন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারের বার্ষিক গড় বেতন ৮৩ হাজার ডলার।
Mechatronics Engineering সারা বিশ্বে যে কটা সাবজেক্ট হইচই ফেলে দেয় তার মধ্যে একটা মেকাট্রনিক্স। যদিও আন্ডার গ্র্যাজুয়েডে সাবজেক্টে হিসেবে আমাদের দেশে মেকাট্রনিক্স এর প্রচলন কম। এক কথায় বলতে গেলে, “Mechatronics is where science fiction meets reality”। মেকানিক্যাল,ইলেক্ট্রিক্যাল ও সিএসসি এই তিনটা সাবজেক্টের সমন্বয়ে আমাদের মেকাট্রনিক্স।
সেই সাথে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংও জড়িত আছে এর সাথে।
যা যা পড়ানো হয় :{Course Structure }
- Mechanical engineering and materials science
- Electrical engineering
- Computer engineering
- Computer science(software & hardware engineering)
- Systems and control engineering
- Opt mechanics (optical engineer)
আপনি হয়ত বলতে পারেন এর কাজের ক্ষেত্র কেমন? তাহলে দেখুন
প্রয়োগ:
- রোবটিক্স এবং অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং
- কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন
- অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, স্মার্ট ভিয়েকল ডিসাইন
- বায়ো-মেকানিক্যাল সিস্টেম, সাইবর্গ।
- আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
- মোবাইল ফোন অ্যাপ্লিকেশন
- স্মার্ট সিকিউরিটি সিস্টেম
- ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
- পাকেজিং
- মাইক্রো কন্ট্রোলার
- কনসিউমার প্রোডাক্ট আরো অনেক।
এবার হয়ত ভাবছেন এতই পড়ব তাহলে চাকরির পর বেতন কত পাব ???
বেতন : এক জরিপে দেখা গেছে অ্যামেরিকার একজন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারের বার্ষিক গড় বেতন ৮৩ হাজার ডলার।
আপনি হয়তো এও ভাবছেন যে বাংলাদেশে কি হবে?
আসলে কেউ যদি ভাবে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে আমি বাংলাদেশে থাকবো, তার কি হবে? বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার লাগে কিন্তু ইঞ্জিনিয়ার নেই বলে অন্য ইঞ্জিনিয়ার দিয়ে কাজ চালাতে হয়।
যেমনঃ
আসলে কেউ যদি ভাবে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে আমি বাংলাদেশে থাকবো, তার কি হবে? বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার লাগে কিন্তু ইঞ্জিনিয়ার নেই বলে অন্য ইঞ্জিনিয়ার দিয়ে কাজ চালাতে হয়।
যেমনঃ
- মাইক্রো কন্ট্রোলিং বেসড বেশ কিছু কোম্পানী আছে বাংলাদেশে যেখানে দরকার মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।
- যে সকল ইন্ড্রাস্টিতে অটোমেটিক কন্ট্রোল এর ব্যাপার গুলো আছে।
- এছাড়া মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল আর সিএসইর রিলেটেড ফিল্ড তো থাকছেই।
- সর্বপরি আপনি মোবাইল apps ডেভেলপ করতে পারবেন।
এত কথা বললাম এবার কাজের কথায় আসি। ...