বাংলা সাবজেক্ট রিভিউ। Bangla Subject Review
(বাংলা ভাষা ও সাহিত্য)
![বাংলা সাবজেক্ট রিভিউ বাংলা সাবজেক্ট রিভিউ](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguP7Q5JUnzpWmUHCfkrcCpd0sorWz7ohxibljWhJlOWf_rymKhZofourZvx6XgOdafglDa6bP7BIfjQObnwlKYBIPj-sIY5dWigVMrZ6atuaYaAQYXVjoObXkZChu7z1jQrq6WgVFJbhA/w400-h267/sonargaon-4002382_1920+%25281%2529.jpg)
বাংলা নিয়ে অনার্স এ যা পড়ানো হয় :
বাংলা বিভাগে সাধারণত বাংলা সাহিত্যের ইতিহাস, বিভিন্ন উপন্যাস, বড় বড় কবিদের বিখ্যাত কবিতা, বড় বড় সাহিত্যিকদের বিভিন্ন গদ্য পড়ানো হয়। এছাড়া, ফাউন্ডেশন কোর্স হিসেবে এই বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি ও বাংলা এই দু‘টো বিষয় ভাষা হিসেবে পড়ে থাকে।বিভিন্ন দেশে বাংলাদেশের এম্বাসেডর গুলোতে বাংলা ভাষা শিখানো হয়।
অর্নাস বাংলা সাবজেক্ট থেকে উচ্চ শিক্ষা :
বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অর্নাস বাংলা সাবজেক্ট থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করা যায়। এছাড়া ভারতসহ অন্যান্য কিছু দেশে এ বিষয়ের উপর উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে।.
![](https://img.youtube.com/vi/hwlh9EfKPoc/hqdefault.jpg)
বাংলা নিয়ে অনার্স এ চাকুরির সুবিধা :
এই বিভাগ থেকে উত্তীর্ণ হবার পর শিক্ষার্থীরা সাধারণত বিসিএস-এর মাধ্যমে সরকারি চাকুরিতে যোগদান করে।এছাড়াও বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক হিসেবে, বিভিন্ন প্রাইভেট ফার্ম, ব্যবসা-বাণিজ্য ও ব্যাংকের চাকুরিকে তারা পেশা হিসেবে গ্রহণ করে থাকে।
নাজমুল ইসলাম
বাংলা বিভাগ (১৬ - ১৭)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বাংলা বিভাগ (১৬ - ১৭)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়