Petroleum and Mining Engineering Subject Review
পেট্রোলিয়াম এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ
বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন হলেও উন্নত বিশ্বে স্বয়ং প্রতিবেশী দেশ ভারতেও একেবারে নতুন নয়।তাই বিষয়টি সম্পর্কে অজানা স্বাভাবিক নয় বরং আমাদের ব্যর্থতা।আজকে এসম্পর্কিত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি ....
একটি দেশের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে তার খনিজ সম্পদ ও তার যথাযথ ব্যাবহার।আর সেই লক্ষ্যে ঊনবিংশ শতাব্দীতে গড়ে উঠে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং নামক দুটি আলাদা ইঞ্জিনিয়ারিং শাখা যদিও আমাদের দেশে দুটিকে একসাথে পাঠদান করা হয়।
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ কি কি পড়ব?
জীবাশ্ম জ্বালানি প্রকৌশল: এ শাখায় মূলত হাইড্রোকার্বন(শুধুমাত্র তেল ও প্রাকৃতিক গ্যাস) এর উৎস অনুসন্ধান,উত্তো লন ও যথার্থ বন্টন সম্পর্কিত বিষয়াদি পাঠদান করা হয়।এছাড়াও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রজেক্ট বিষয়ে দক্ষ করে তোলাএর আওতাধীন।
মাইনিং ইঞ্জিনিয়ারিং (খনিজ খনন প্রকৌশল): এই শাখায় মূলত খনিজ সম্পদ(কয়লা,সোন া রুপা,ইউরেনিয়াম সহ প্রয়োজনীয় ধাতু)অনুসন্ধান,উত্তোলন সম্পর্কে পাঠদান করা হয়।এছাড়াও একটি খনিতে যাবতীয় অর্থনৈতিক,পারিপার্শ্বিক বিষয়াদি পঠদান করা হয়। এম আই এস টির সিলেবাস - এই হল প্রাথমিক ধারনা, বাকিটা ক্লাসে পড়বা।
পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (জীবাশ্ম জ্বালানি ও খনিজ খনন প্রকৌশল)
![Petroleum and Mining Engineering Subject Review Petroleum and Mining Engineering Subject Review](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG1XYazcyYgmZD31uBGtkrmcG0ShBTEcHnezvKhIiqjGpA89iGc_3ic4HnC2x98xIoQD-8eRCXxgwplD3KMd7zqBADYGuVx_EJxpKqOFTTBKY8HXhA04geAQTmkDQbodQ_L6hJwA5-_DauX1Q3JWWzr4QwpDpHDjkMYaS2X50U5Yg1-A7iPd0EEfE/w400-h272-rw/Petroleum%20and%20Mining%20Engineering%20Subject%20Review.webp)
পাশ করে কি দেশে আমার কি কিছু হবে?
কমন প্রশ্ন। প্রথমেই বলে রাখি বাংলাদেশের প্রেক্ষিতে এই ডিপার্টমেন্টটি অনেক প্রমিসিং (ভবিষ্যতে উন্নতিলাভের সম্ভাবনাপূ্র্ণ)। বাংলাদেশের প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ বিষয়ে ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই এই বিষয়টি খোলা। এই ক্ষেত্রটি বর্তমানে সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই পেশায় তাদের অনগ্রসরতার কারনে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে পেট্রোলিয়াম এবং মাইনিং এর যাত্রা শুরু।
দেশে এই সাব্জেক্টের কিছু ক্ষেত্র তুলে ধরা হল
বাংলাদেশ সরকার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের মধ্য থেকে ৫০০ জনকে সরকারি ভাবে ইন্টার্নশিপ করাবে! আর ইন্টার্নশিপের মধ্যে চাকরির সুযোগ তো অবশ্যই আছে!
২০১৭ -১৮ সালে বংগোপসাগরে সিসমিক সারভে শুরু হবে। আগেই বলেছি, দেশে জীবাশ্ন জ্বালানি ও খনিজের তুলনায় এই ক্ষেত্রে বিশেষজ্ঞ কম। এদেশের ৫০% পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের "কোটা" রাখার জন্য সরকার বিদেশী প্রতিষ্ঠানের সাথে চুক্তি বদ্ধ হবে যাতে দেশের মেধার মূল্যায়ন ঘটে।
২০১৭ সালে বাংলাদেশে চালু হবে দুটি এলএনজি টার্মিনাল। খুলনা এবং চিটাগং এর টার্মিনাল দুটিতে মধ্যপ্রাচ্য থেকে আসবে Liquid Natural Gas। যে টার্মিনালে থাকবে ৫০% দেশি ইঞ্জিনিয়ার ইন শা আল্লাহ। (এলএনজি প্রজেক্টের লিংক্ টা এই মুহূর্তে হাতে নেই)
এর পাশাপাশি আছে অতি কম প্রতিযোগিতায় সরকারি স্কলারশিপ পাওয়ার সুযোগ। এগুলো তো অদূর ভবিষ্যতের কথা। সুদূর ভবিষ্যতে পিএমই অন্য দেশের মত এদেশের টপ সাব্জেক্ট হলেও চিন্তিত হবার কিছু থাকবে না।
বিদেশে পেট্রোলিয়াম এবং মাইনিং এ কেমন সুবিধা?
বাংলাদেশের বাইরে পেট্রোলিয়াম এবং মাইনিং এর প্রকৃত অবস্থান খুজে পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে বেতনধারী ইঞ্জিনিয়ার হলেন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়াররা! বছরে গড়ে ১৩০০০০$!! মধ্যপ্রাচ্যে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের বেতন আর জীবনমান আগ্রহ থাকলে নেট ঘেটে দেখে নিও। (কয়েক বছর বিদেশে থেকে আসলে মন্দ হয়না )
বর্তমানে জ্বালানি তেলের দাম কম থাকলেও ২০১৬-২২ সালে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের জব সেক্টর বাড়বে ২৫%!! আর মাইনিং ইঞ্জিনিয়ারদের এই সময়ে বিশ্বব্যাপি চাহিদা বাড়বে ১২ %!! জ্বালানি তেলের দাম বাড়লে হুহু করে বিশ্বব্যাপি বাড়বে পেট্রো ইঞ্জিনিয়ারদের মুল্য!
মাইনিং ইঞ্জিনিয়ারদের স্বর্গ হল বৃহত্তম কানাডা।এখানে পড়ালেখা এবং কাজের সুযোগ প্রচুর। অনেক ক্ষেত্রে অন্য ইঞ্জিনিয়ার দের থেকে বেশি। (আমাদের একজন প্রফেসর মজা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্ট এর নিউফাউন্ডল্যান্ ডের পাড়ার পাশেই হয়ত সুদূর ভবিষ্যতে গড়ে উঠবে এম আই এস টি পিএমই র একটি পাড়া!)
The final thing to say to you -If you have passion, and determination, desire to do some innovation and adventure in life, you are welcome in the Department of Petroleum and Mining and vice versa. Keep calm and study PME!!
Soumitra PME, JUST