ICT Subject Review | Information and Communications Technology
ICT Subject Review
What is ICT?
Information and Communications Technology (ICT) is often used as an extended synonym for information technology (IT) that provides students the opportunity to obtain a broad-based knowledge of Computer Science, Communication Engineering, Networking Software Engineering, and Information Technology...
যদি মনে কর টেকনিক্যাল লাইন তোমার পছন্দ
তাহলে তুমি Information and Communications Technology তে আসতে পার কোন চিন্তা ছাড়াই । কেবল টেকনিকাল লাইন পছন্দ হলেই হবে না থাকতে হবে ক্রিয়েটিভিটি আর নতুন কোন কিছু করার প্যাশন ।
আর এই লাইনে নতুন কিছু করা মানেই তা প্রোগ্রামের মাধ্যমে করা ।আর তাই তোমার প্রথম ভালবাসা হোক প্রোগ্রামিং। নিজেকে যাচাই করা অন্য কোনো সাবজেক্ট এ পড়লে প্রতিনিয়ত সম্ভবপর হয়না ।
পুরো বছরধরেই কোনো না কোনো প্রোগ্রামিং কনটেস্ট চলতে থাকে আর এই সমস্ত কনটেস্ট এ অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে নিজের ক্রিয়েটিভিটি তুলনা করা যায়।আছে অনলাইন জাজ,যেখানে সারা বিশ্বের শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রবলেম সলভ করে নিজেদের যাচাই করছে ।
![ICT Subject Review ICT Subject Review](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw0XOtkAZTGoo5R5RmhmEqhRo6qUStyLxbrnykS29q1wWyxpAF53OWF0Phkn8DUfEmpn1DjK_vCPh1lFKN10CwvLmGaA1kXNwX43wRHt9fV4DO2sUj9x1GUjM_qmVG3CdHkQKn77Iork0PGJ3ox40_Y39OXDaVxg4tpLRs-Ln5IaRdg0OquAN3ofI/w400-h268-rw/subject-review-ict.webp)
মুখস্ত বিদ্যা নিয়ে এই সাবজেক্টে খুব বেশি দূর যাওয়া যায়না ।
স্টেপ এ স্টেপ এ Logic and innovation apply করতে হবে । অন্য সাবজেক্ট নিয়ে পড়লে হয়ত তোমাকে জব সেক্টর নিয়ে এবং ভাল CGPA নিয়ে ভাবতে হবে কিন্তু এই সাবজেক্ট নিয়ে পড়লে না ভাবতে হবে ভাল CGPA নিয়ে না ভাবতে হবে তোমাকে জব নিয়ে।জব তোমাকে খুঁজবে যদি তুমি কাজ পার।
বাংলাদেশের অনেক প্রতিষ্টিত আইটি ফার্ম রয়েছে, অনেক মোবাইল কোম্পানি, অনেক মাল্টিন্যাশনাল IT ফার্ম রয়েছে। এছাড়াও বর্তমান সরকারের উদ্যোগে গঠিত IT Park গুলোতে জব পাওয়ার ক্ষেত্রে আইসিটিয়ানরা পাবে অগ্রাধিকার।
আগ্রহ থাকলে Freelancing এ ক্যারিয়ার গড়তে পারো।
অর্থাৎ ICT তে আছে huge job field & all that you need is skill. এজন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হল নিজের আগ্রহের বিষয়ে (Programming, Web design, networking, database developer, Graphics) দক্ষতা অর্জন করা।
আর এখনতো তোমরা জানোই যে ক্লাস 6-12 আইসিটি (ICT) বাধ্যতামূলক করা হয়েছে।সো বুঝতেই পারছ আইসিটিয়ানদের কদর দিনদিন বাড়ছেই। বিশ্ববিদ্যালয়ে ICT পরিবারে নবীনদের স্বাগতম।। Welcome to a better future, welcome to ICT...
(তথ্য সংগ্রহ : গুগল ও ফেসবুক থেকে)