DU,JU,RU IBA BBA/MBA ভর্তি সব প্রশ্নের উত্তর

DU, JU, RU IBA BBA - IBA MBA আইবিএ ভর্তি নিয়ে সকল প্রশ্নের উত্তর

#IBA 

IBA কি ? 

ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে বিবিএ ও এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ পড়ানো হয়। 

IBA বলতে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএকেই বোঝায়? 

জাহাঙ্গীরনগরে, রাবি IBA আছে কিন্তু যদিও এখনও মানুষ IBA বলতে ঢাবির IBA এটাকেই বোঝে। 

IBA All Question Bank Pdf Download for DU, JU, RU 

IBA admission requirements 

আইবিএতে কারা পড়তে পারে? 

যেকোন গ্রুপ থেকে (Science/আর্টস/কমার্স) HSC পাশ করার পরে বিবিএতে আর যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/কমার্স) অনার্স/বিবিএ/বিএসসি অর্থ্যাৎ চার বছরের যেকোন কোর্স পাশ করে এমবিএতে পরীক্ষা দেয়া যায়। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কি আইবিএতে পড়তে পারবে? 

হ্যাঁ অবশ্যই পারেবে এবং এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়তেছে। 

=> ঢাবিতে IBA MBA ADMISSION CIRCULAR

=> KU MBA Admission Circular

আইবিএ এমবিএ ভর্তি যোগ্যতা 

DU, JU, RU IBA BBA / IBA MBA Answers to all questions regarding IBA admission

IBA ভর্তির যোগ্যত কি? 

IBA বিবিএতে ভর্তির যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে 4.০০, এইচএসসিতে 3.০০

IBA MBA admission requirements 

IBA এমবিএতে ভর্তির যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০ অনার্স এ সেকেন্ড ক্লাশ বা ২.৫০ হলেই হবে। 

এম বি এ ভর্তি যোগ্যতা : 

ডিগ্রীর ছাত্র IBA-MBA করতে পারে? 

হ্যাঁ পারে, এটাই আইবিএর স্বতন্ত্র, একজন বুয়েটের ছেলেও হয়ত বাদ পড়তে পারে আবার একজন ডিগ্রীর ছেলেও চান্স পেতে পারে যদি সে Admission Test এ ভাল করে। 

IBA তে নাকি ৯০ ভাগ ইংরেজী মাধ্যম বাকি ১০ ভাগ নাকি বাংলা মিডিয়ামরা চান্স পায়? 

এ ধারণাটা একসময় ছিল এখন পরিবর্তন হয়েছে, এখন প্রায় ৫০-৫০ চান্স পায়। একটা সময় হয়ত আসবে যখন বাংলামিডিয়াম পাবে ৯০% আর ওরা হয়ত ১০% কারণ ইংরেজী মিডিয়াম পড়ুয়া ছাত্রছাত্রীরা বিদেশে পড়ার প্রবণতা বেড়ে গেছে । 

আইবিএর এমবিএতে কয় ধরনের এমবিএ আছে? 

দুই ধরণের- 

রেগুলার এমবিএ আর 

এক্সিকিউটিভ এমবিএ 

রেগুলার এমবিএর আবার দুটো ধরণ আছে একটা পার্ট টাইম যেটার ক্লাশ হয় সন্ধ্যায়, আর ফুল টাইম- এদের ক্লাশ হয় দিনের বেলায়, এছাড়া এক্সিকিউটিভ এমবিএর ক্লাশও রাতে হয়। 

বাংলাদেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা । আসন কত ? পরীক্ষার ধরণ গুচ্ছ নাকি স্বতন্ত্র?

এক্সিকিউটিভ এমবিএর জন্য যোগ্যতা কি লাগে? 

০৪ বছর মেয়াদী অনার্স পাশ + কমপক্ষে ০৩ বছরের চাকুরীর অভিজ্ঞতা 

এক্সিকিউটিভ এমবিএ আর রেগুলার এমবিএর মধ্যে পার্থক্য কি? 

রেগুলার এমবিএ 

রেগুলার এমবিএর মোট কোর্স ২০টি, 

রেগুলার এমবিএ করতে সময় লাগে ২ বছর থেকে ৩.৫ বছর, 

রেগুলার এমবিএ পড়তে মোট খরচ ৭৫ হাজার টাকার মত, 

রেগুলার এমবিএ করতে অভিজ্ঞতা লাগেনা 

এক্সিকিউটিভ এমবিএ 

আর এক্সিকিউটিভ এমবিএ এর মোট কোর্স ১২ টি, 

এক্সিকিউটিভ এমবিএ করতে সময় লাগে ১.৫ থেকে ২ বছর, 

আর এক্সিকিউটিভ এমবিএ এর মোট খরচ ২.৫ লাখ প্রায়। 

এক্সিকিউটিভ এমবিএ করতে ০৩(তিন)বছরের ফুল টাইম জবের অভিজ্ঞতা থাকতে হবে। 

রেগুলার এমবিএ আর এক্সিকিউটিভ এমবিএর মধ্যে ভাল কোনটা? 

দুটোই ভাল, রেগুলারটা ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য আর এক্সিকিউটিভ টা ম্যানেজারিয়ল লেভেল এর জন্য ভাল। 

আমি তো চাকুরী করি দিনে সুযোগ পাই না কিন্তু চাকুরীর অভিজ্ঞতাও ০৩ বছর হয় নি, আমি কি চাকুরীর পাশাপাশি আইবিএ তে এমবিএ করতে পারব ? 

হ্যাঁ পারবেন, আমি রেগুলার এমবিএর পার্টটাইমে পড়তে পারবেন কারণ এর ক্লাশ হয় রাতে(৭.০০ থেকে শুরু)। 

এম বি এ খরচ 

IBA এমবিএর খরচ কেমন পড়বে? 

রেগুলার এমবিএ: ১লক্ষ টাকার মত 

এক্সিকিউটিভ এমবিএ: ২.৫০ লক্ষ টাকার মত 

IBA পড়তে কত বছর সময় লাগে? 

এক্সিকিউটিভ এমবিএ: মোট ১২ টা কোর্স, বছরে ০৩ টা সেমিস্টার যদি ৩ টা করে কোর্স নিতে পারেন তাহলে এক বছরের একটু বেশি সময় লাগবে। রেগুলার এমবিএ: ফুল টাইম-মোট ২০ টা কোর্স 

IBA বিবিএ পড়ার খরচ কত? 

বিবিএ পড়তে খরচ সরকারী বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সাবজেক্ট পড়তে খরচ যেমন-অর্থ্যাৎ বছরে মোট ৪০-৫০ হাজার টাকা লাগতে পারে। 

সকল সাধারণ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকের পিডিএফ এখনই ডাউনলোড করুন 

আমি যদি ফুল টাইম প্রোগামে ভর্তি হই কিন্তু কিছু দিন পরে চাকুরী পেয়ে যাই তাহলে কি হবে?

আইবিএর এমবিএ খুবই ফ্লেক্সিবল একসেমিস্টার পরে শিফট করে নাইটে। 

IBA কম্টিটিশন কেমন ভাই? 

প্রতিযোগির সংখ্যা- 

রেগুলার এমবিএ: বছরে ৪০০০ থেকে ৪৫০০০ হাজার মাত্র 

এক্সিকিউটিভ এমবিএ: ১,৫০০-২,০০০ মাত্র 

এখানে একটা কথা বলে রাখি প্রতিযোগির সংখ্যা দেখে নয় বরং তাদের কোয়ালিটি দেখে বুঝতে হবে কম্পিটিশন কেমন হবে! এখানে ৪ হাজার এর মধ্যে প্রায় ১ হাজার এর মত থাকে বুয়েটের আর প্রায় দেড় হাজার থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের+ অন্যান্য 

DU MBA admission 

রেগুলার এমবিএর ক্লাশ কবে কবে হয়? 

সপ্তাহে চারদিন ক্লাশ থাকে, আর এটা নির্ভর করবে একটা সেমিস্টার এ আপনি কি কি সাবজেক্ট নিবেন।

IBA MBA কতবার ভর্তি পরীক্ষা দেয়া যায়? 

যতবার ইচ্ছা দিতে পারবেন। 

IBA ভর্তি পরীক্ষা বছরে কতবার অনুষ্ঠিত হয়? 

বিবিএ: বছরে ০১(এক) বার-ডিসেম্বর মাসে 

রেগুলার এমবিএ: বছরে দুইবার, জুনে একবার আর ডিসেম্বরে আরেকবার 

এক্সিকিউটিভ এমবিএ: বছরে তিন বার, জানুয়ারি-এপ্রিল-অক্টোবর 

DU IBA আসন কত? 

বিবিএ: ১২০টি 

রেগুলার এমবিএ: জুনে ৬০ জন আর ডিসেম্বরে ১২০ জন 

এক্সিকিউটিভ এমবিএ: প্রতিবার ৪০ জন করে। বছরে মোট ১২০ জন 

IBA ভর্তি পরীক্ষায় কত মার্কস এর আর কি কি আসে? 

বিবিএ: ১০০ মার্কস (ইংরেজী-৩০, ম্যাথ-৩০, এ্যানালাইটিক্যাল-২০/২৫, রাইটিং ১৫/২০) 

রেগুলার এমবিএ: ১০০ মার্কস (ইংরেজী-৩০, ম্যাথ-৩০, এ্যানালাইটিক্যাল-১৫, রাইটিং ৫/১০) এক্সিকিউটিভ এমবিএ: মোট ৭৫(ইংরেজী-৩০, এ্যানালাইটিক্যাল-২০/২৫, রাইটিং ১৫/২০) 

শুনেছি আইবিএর এমবিএর প্রস্তুতি নাকি এমবিএর প্রস্তুতিও করে ? 

হ্যাঁ ঠিকই শুনেছেন। যেকোন একটির প্রস্তুতি নিলে অন্যটির প্রস্তুতি হয়ে যায়। আর প্রশ্নপত্রও একই রকম। 

BBA/MBA এর জন্য study gap এর কোন শর্ত আছে কি? 

BBA/MBA এর জন্য Study Gap কোন বিষয় নয়। আইবিএ থেকে পাশ করলে চাকুরীর নিশ্চয়তা কি? পাশ করার আগেই হয়ত চাকুরী হয়ে যাবে । 

How To Prepare for IBA Exam

আইবিএতে মূলত কারা চান্স পায় একটু বলবেন? 

আমাদের ব্যাচের ৬০ জনের মধ্যে কমবেশি-১০/১১ জন ছিল বুয়েটের, ৯/১০ জন ছিল ডুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট ইত্যাদির, ৬/৭ জন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টির, ০২/০৩ জন ছিল আর্টস ফ্যাকাল্টির, ০৪/৫ জন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের, ০২ জন ছিল শুধু ডিগ্রি পাশ, চিটাগাং ইউনিভিার্সীটির ছিল ০২ জন, জাহাঙ্গীর নগরের ০২/০৩ জন। 

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের (BRAC, NSU, Eastern, Stamford, Ahasanullah, EWU ০৭/০৮ জন। ০২/০৩ জন ছিল কৃষি বিশ্ববিদ্যালয়ের। বিদেশী ডিগ্রী ছিল ০২ জনের, আইবিএর বিবিএ ব্যাকগ্র্যাউন্ডের ছিল ০৩/০৪ জন। ০৩/০৪ জন ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের। 

Bachelor of Business Administration BBA [ব্যাবসায় প্রশাসন] Subjects Review 

যারা আইবিএর বিবিএ করে তাদেরও কি আবার এমবিএতে ভর্তি পরীক্ষা দিতে হয় নাকি ভর্তি সরাসরি হয় ? 

আইবিএতে সবাইকেই ভর্তি পরীক্ষা দিতে হয়। 

বিগত বছরের বইগুলো কোন বই থেকে পড়ব? 

বিগত বছরের বইগুলো সাইফুর’স বা মেন্টর’স এর বই থেকে পড়তে পারেন তবে আমার কাছে সাইফুর’স এর বইটা ভাল মনে হয়েছে কারণ ম্যাথের ব্যাখ্যাগুলো ভালভাবে দিয়েছে। 

IBA ভর্তির কি কি বই পড়তে হবে ? 

১. জিআরই বিগ বুক (ETS প্রকাশনীর) এ বই থেকে মূলত এ্যানালাইটিক্যাল এ্যাবিলিটির Puzzle হুবহু কমন পড়ে, আর ম্যাথ ও ইংরেজী অংশও সমান গুরুত্বপূরর্ণ। 

২. জিম্যাট (কাপলান/ব্যারনস’স এর): এ বই থেকে মূলত এ্যানালাইটিক্যাল এ্যাবিলিটির Critical Reasoning, Data Sufficiency কমন পড়ে| 

৩. ব্যারন’স এর স্যাট-১ : এ বইয়ে প্রায় ৩০০০ হাজার Vocabulary দেয়া আছে যেগুলো আইবিএ, বিসিএস, ব্যাংক জব সবকিছুর জন্য সমান ইমপরট্যোন্ট। 

৪. বিগত বছরের প্রশ্ন (বিবিএ+ এমবিএ + এক্সিকিউটিভ এমবিএ): এ গুলো পড়লে ট্রেন্ড বুঝতে পারবেন, আপনার লেভেল জাজ করতে পারবেন। 

বাংলাদেশ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে আমাদের Website বা Fb Page এ খেয়াল রাখুন ।

Next Post Previous Post