Botany Subject।বোটানি সাবজেক্ট রিভিউ

বোটানি সাবজেক্ট রিভিউ

আমাদের মৌলিক চাহিদা ৫টি; খাদ্য, বস্ত্র,বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। এদের মধ্যে প্রথম ৩টি সম্পূর্ণরূপে পূরণ করে উদ্ভিদজগত। এছাড়াও ৪র্থটিরও সিংহভাগ আসে উদ্ভিদজগত থেকে।

উদ্ভিদবিজ্ঞান-বিষয়টির নাম শুনলেই মনে হয় যে শুধুমাত্র গাছপালা নিয়ে যে পড়াশুনার মাঝেই বিষয়টি সীমাবদ্ধ। কিন্তু, আসলে ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। শুধুমাত্র গাছপালা নিয়েই পড়াশুনার মাঝে এই বিষয়টি সীমাবদ্ধ নয়। এই বিষয়টির অধীনে রয়েছে বিশাল এক ক্ষেত্র।

Botany Subject

কোর্সটিতে কোন কোন দিক নিয়ে পড়াশুনা করানো হয় 

1. Microbiology 2. Mycology 3. Phycology 

4. Higher Cryptogams 5. Angiosperms Taxonomy 6. Biodiversity 

7. Basic Biochemistry 8. Gymnosperms 9. Economic Botany 

10. Paleobotany 11. Plant Anatomy 12. Plant Ecology 

13. Cytology 14. Plant Physiology 15. Classical Genetics 

16. Plant Breeding 17. Biostatistics 18. Soil Chemistry and Soil Fertility 

19. Plant Pathology 20. Plant Biochemistry 21. Molecular Genetics 

22. Limnology 23. Cytogenetic 24. Embryology of Angiosperms 

25. Plant Nutrition 26. Ethnobotany 27. Horticulture 

28. Plant Biotechnology 29. Bioinformatics 

Botany Subject Review

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে মাস্টার্স এ রয়েছে ২টি পৃথক শাখা। 

Biotechnology 

Environmental Biology এই শাখা ২টির অধীনে 

Plant Genetic Engineering, Plant Biotechnology, Plant Tissue Culture,

Microbial Genetics, Genetics, Microbial Biotechnology, Environmental Microbiology, 

Cytogenetic, Plant Pathology, Seed Pathology, Applied Mycology, Applied Phycology, 

Hydrobiology, Ecology, Advanced Physiology, Limnology, Taxonomy, Ethnobotany, Medicinal and Herbal Plants 

প্রভৃতি এর মত যেকোনো একটি ক্ষেত্রে উচ্চতর শিক্ষা গ্রহণের এবং বিশেষজ্ঞ হবার অবারিত সুযোগ রয়েছে এই বিভাগে। 

যাদের একান্ত ইচ্ছা ছিল Microbiology, Biotechnology অথবা Genetic Engineering এর মত বিষয়গুলোতে অধ্যয়ন করার তারা উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরবর্তীতে মাস্টার্স বা আরও উচ্চতর ক্ষেত্রে- দেশে এবং দেশের বাইরে এসব বিষয়ে অধ্যয়ন করার এবং বিশেষজ্ঞ হবার সহজ সুযোগ পাবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া সুবিধা সম্বলিত আধুনিক শ্রেণীকক্ষ, সেমিনার পাঠাগার, উন্নত সুবিধাযুক্ত পরিচ্ছন্ন গবেষণাগার। 

এবার আসছি অত্যন্ত জরুরি এবং সর্বাধিক আলোচিত প্রসঙ্গে

বোটানি বিষয়ের ভবিষ্যৎ কি?

পড়াশুনা শেষে কি ধরণের কাজ পাওয়া সম্ভব এই বিভাগ থেকে পাস করে? যেহেতু এটি একটি মৌলিক গবেষণাধর্মী বিষয় সুতরাং, এর প্রধান ক্ষেত্র অবশ্যই গবেষণা। এছাড়াও চা-বাগান, রাবার বাগান, বন ও পরিবেশ বিভাগ, বিভিন্ন গবেষণা কেন্দ্র (ধান, পাট, ইক্ষু ইত্যাদি) গুলোতে, বিভিন্ন ওষুধ তৈরির কোম্পানিগুলোতে (RND sector), মাশরুম উৎপাদন কেন্দ্র, বীজ উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ থাকেই। এছাড়াও শিক্ষকতা এবং বিসিএস এর দুয়ার তো খোলা থাকছেই।

Next Post Previous Post