Biomedical Engineering Subject Review
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং Subject Review
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং- বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টর এ বেশ নতুন একটি নাম।অনেকটা নতুন বলেই অনেকে এই সম্পর্কে বিস্তারিত ভাবে জানেন না।অথচ বিভিন্ন উন্নত দেশে এটি অত্যন্ত প্রগতিশীল একটি বিষয়।
বায়োমেডিকেল কি?
বায়োমেডিকেল হল সেই সাবজেক্ট যা মেডিক্যাল সাইন্স ও ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে বিস্তর ফারাক তা দূর করেছে।বলা হয়ে থাকে যেখানে ডাক্তারদের সামর্থ্য শেষ সেখানেই বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের কাজ শুরু। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের উন্নয়ন সাধন ছাড়া কখনোই চিকিৎসা বাবস্থার উন্নয়ন সম্ভব নয়।
![Biomedical Engineering Subject Review Biomedical Engineering Subject Review](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5MM8CGhdSK7bIneTf3pmxC9uDDysYIR-0YDTmGoq8bgLEAyshiDrqC0iy0vXDIdzN4UAxDNvO18K5ZmAUnMurB1XXAZZPwxRhvkHs01o0E-G-yjnvvp1F7vA9sqmlnFnYzrzI-YONZq1s5xEZhExmGado_xcieL1VzxkuKKMHtt80SrE8qUobSMI/w400-h268-rw/Biomedical%20Engineering%20Subject%20Review.webp)
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের কাজ কি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্র কি কি?
অনেকের ভুল ধারণা আছে যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের কাজ হল সুধু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রের ব্যবহার ও তার রক্ষণাবেক্ষণ।কিন্তু এটি হল খুব খুব ক্ষুদ্র একটি ক্ষেত্র।কিন্তু সত্যিকারে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং হল সকল বিষয়ের মধ্যে সবচেয়ে বিস্তৃত একটি শাখা।বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের মূল লক্ষ্য হল চিকিৎসা ক্ষেত্রে যে যন্ত্র-সরঞ্জাম গুলো দরকার হয় ওই গুলার আরও উন্নত ও তৈরি করা। যেমন :
ECG Machine,
X Ray Machine,
Scanner,
MRI Machine,
CT Scan machine etc. থেকে শুরু করে কৃত্রিম হৃদপিণ্ড, পেসমেকার সহ কোন দৌড়বিদ কিভাবে দৌড়ালে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারবেন বা ইনসুলিন কিভাবে আরও উন্নত করা যায় এরকম হাজারটা সমস্যার উন্নত সমাধান দিয়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আমদের জীবন করেছে আরও উন্নত।
Biomedical engineering subject review
![](https://img.youtube.com/vi/WGJAAi1ZT4M/hqdefault.jpg)
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার বিস্তৃতি এই শাখার কয়েকটার নাম দেয়া হল যেগুলোর ওপর পরে Higher studies ও করা যাবেঃ
• Musculoskeletal & Neural engineering • Tissue & Regenerative engineering
• Bioinstrumentation • Bioinformatics • Biomechanics • Biomaterial
• Biomedical optics • Bio-signal • Biotechnology • Clinical engineering
• Medical device / equipment • Medical imaging • Neural engineering
• Pharmaceutical engineering • Rehabilitation engineering • System psychology
• Bioacoustics • Biochemical engineering • Bio system engineering • Biotechnical engineering
• Bimolecular engineering • Bio resource engineering • Cellular engineering
• Genetic engineering • Protein engineering • Food and Biological Process engineering
• Microbiological engineering • Molecular engineering • Safety engineering
• Systems biology • Synthetic biology
চাকরীর বাজার কেমন?
বাংলাদেশে সাবজেক্ট টা নতুন হওয়ায় এটার চাকরীর বাজার এখন অন্যান্য সাবজেক্টের মতো অতটা বেশী না হলেও চাহিদা বেশী আর এই সাবজেক্টে কম ছাত্র থাকার জন্য চাকরী একদম কম ও নাই। অনেক ভালো ভালো হাসপাতালে এখন অনেক ভালো বেতনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়া হয়।
বাংলাদেশে আছে এরকম বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের জন্য কয়েকটা কোম্পানির নাম দিলাম:
● Bengal ltd
● Hitachi ltd
● ABC ltd
●Transmed ltd
● Spectra ltd
● Hi tech ltd
● Mashruba medical technology
এছাড়া হবিগঞ্জে নতুন আরেকটি কোম্পানি হচ্ছে,তার সাথে দেশের আরো কোম্পানিগুলা তো আছেই।
US Morning news এর তথ্য অনুযায়ী ২০১৫ তে USA তে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের গড় বার্ষিক বেতন ৮৭০০০ মার্কিন ডলার। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ২য় বেস্ট ইঞ্জিনিয়ারিং যাদের job growth ২৭% যা অনন্যা অনেক চাকরীর থেকে বেশি।
এছাড়াও Germany, Canada, United Kingdom সহ অনেক দেশে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা। তবে, শর্ত প্রযোজ্য। যথাযথ যোগ্য হলেই তোমাকে আমেরিকা বা অন্যান্যরা চাকরি দেবে। তবে এতটুকু নিঃসন্দেহে বলতে পারি এতো সম্ভাবনাময় একটি সাবজেক্ট এ পড়লে তোমাকে তোমার ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই ইনশাল্লাহ।
এই সাবজেক্টে পড়ে গবেষণার সুযোগ কতটা?
অবশ্যই, এই সাবজেক্টে গবেষণার অনেক বেশী সুযোগ আছে। হয়তো তুমি ক্যান্সার বা কোন ভাইরাস নিয়ে গবেষণাও করতে পারবে। হয়তো বা মানবদেহের জন্য অকল্পনীয় কিছু বানিয়েও ফেলতে পারবে। আরো অনেক্ মেডিকেল ইকুইপমেন্ট আছে যেগুলো আরও আপগ্রেডেড করা একজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারের ই কাজ। আপনার জন্য গবেষনার হাজারটা রাস্তা খোলা আছে এখানে।আর উপরে উল্লেখ করা সেক্টরগুলোতে এই গবেষণার অফুরন্ত সম্ভাবনা রয়েছে।
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং কতটুকু Biology পড়তে হয়?
Biology বলতে শুধু Human anatomy and physiology পড়তে হয়।তবে মেডিকেল এর মত ওতোটা ব্যাপক ভাবে পড়ানো হয়না।আর থাকবে বায়োকেমিস্ট্রি যা হবে এইচ.এস.সি বায়োলজি বই এর কেমিস্ট্রি অধ্যায়গুলোর কিছুটা বিস্তর আলোচনা। বাংলাদেশ এ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ২০১৪ সালে KUET ও MIST তে ও ২০১৫ সালে BUET এবং ২০১৬ সালে JUST এ Undergraduate খোলা হয়েছে।তবে KUET এ ২০০৭ সাল্ থেকে এই সাবজেক্টে Post Graduate কোর্স চালু আছে।আর বেসরকারী বিশ্ববিদ্যালয় এর মধ্যে Gono University তে এই সাবজেক্ট টা পড়ানো হয়।
শেষ কথা :
তোমার যদি মানবদেহের সম্পর্কে জানতে ভাল লাগে আবার ইঞ্জিনিয়ারিংও আগ্রহ থাকে তবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং হবে তোমার জন্য যথাযথ।ভালোবাসা থেকে পড়লে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না;তোমার সাফল্য অবশ্যম্ভাবী।
শুভকামনা রইল ভবিষ্যতে সকল বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের।