Water Resources Engineering Subject Review

Water Resources Engineering (WRE) Subject Review

পুরকৌশল অনুষদের অধীনে পুর ও পানি সম্পদ প্রকৌশল ডিপার্টমেন্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৫ সালে সর্বপ্রথম খোলা হয়েছে। নিরাপদ পানি সরবারহ,ঝড়-উষ্ণ,ড্রেনেজ সিস্টেম,নদী ভাঙন,ক্ষরা,বণ্যা,দুর্যোগ,জলবায়ু পরিবর্তন ইত্যাদি সংক্রান্ত সমস্যাবলী দশক ধরেই আমাদের কাছে চ্যলেঞ্জিং হয়ে আসছে।এসকল সমস্যাকে মোকাবেলা করার জন্য পুরকৌশল বিভাগের নতুন সংস্করণ হিসাবে চালু হয় নতুন একটি ডিপার্টমেন্ট পুর ও পানি সম্পদ কৌশল।এই ডিপার্টমেন্ট এর সাথে পুরকৌশল ওতপ্রোতভাবে জড়িত।

পুরকৌশল বিভাগের ৫ টি বিশেষ শাখা :

  • 1)Structural Engineering
  • 2)Geotechnical Engineering
  • 3)Transportation Engineering
  • 4)Water Resources Engineering
  • 5)Environmental Engineering

পুরকৌশল বিভাগের এই বিশেষ শাখা Water Resources Engineering থেকেই সৃষ্টি হয় Civil & Water Resources Engineering (CWRE) ডিপার্টমেন্টের।

Civil Engineering এবং Civil & Water Resources Engineering এর মধ্যে পার্থক্য কি?

CE এবং CWRE এর মধ্যে প্রধান পার্থক্য হল লেভেল ৪ এ পুরকৌশল বিভাগের একজন শিক্ষার্থী পুরকৌশলের ৫ টি শাখার যে কোন ২ টি শাখা পছন্দ অনু্যায়ী নির্বাচন করতে পারবেন কিন্তু পুর ও পানি সম্পদ কৌশলের একজন শিক্ষার্থী শুধুমাত্র পানি সম্পর্কিত (Water Related) সাবজেক্টস নির্বাচন করতে পারবেন। এছাড়া বিভিন্ন সাবজেক্টসের ক্রেডিটে কিছু কিছু ভিন্নতা আছে। তবে ভিন্নতা মাত্র ১৫-১৬ ক্রেডিটের। বাকি সব কিছু সিভিলের সাথে হুবহু মিল। তাই সিভিলের চেয়ে কোন অংশেই পিছিয়ে থাকবে না পুর ও পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীরা।

যেহেতু চুয়েটের নতুন ডিপার্টমেন্ট সেহেতু এর Lab Facilities কেমন হবে/ভাল হবে কিনা?

→CWRE এর শিক্ষার্থীরা যেন বাস্তব অনুশীলন ও গবেষণার মাধ্যমে পুর ও পানি সম্পদ কৌশলে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে পারে তাই তাদের জন্য রয়েছে নিম্নোক্ত ৭ টি ল্যাব যা পুরকৌশল বিভাগের সাথে শেয়ারকৃত।

1)Strength of Materials Laboratory
2)Geotechnical Engineering Laboratory
3)Environmental Engineering Laboratory
4)Transportation Engineering Laboratory
5)Hydraulic Engineering Laboratory
6)Engineering Material Lab &
7)Surveying Lab

উল্লেখ্য যে,পানি সম্পদ গবেষণার জন্য চুয়েটের কেন্দ্রীয় ওয়ার্কশপে ১.৬ কোটি টাকা ব্যয়ে দেশের সর্ববৃহৎ “মাল্টি পারপাস টিল্টিং ফ্লুম” স্থাপিত হয়। ফ্লুমটির মাধ্যমে শিক্ষার্থীসহ গবেষকগণ বিভিন্ন ধরনের গবেষনামূলক কাজ যেমন- সমুদ্রের ঢেউয়ের গতিপ্রকৃতি, পানি প্রবাহের বৈশিষ্ট্য, নদীর পলি জমার হারসহ পানি সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। এছাড়াও পানিসম্পদের সাথে সম্পর্কিত দেশের বিভিন্ন সংস্থাসমূহ প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক গবেষণায় ফ্লুমটি ব্যবহার করে বিভিন্ন সমস্যার উপযুক্ত সমাধান খুঁজে বের করে দেশ ও জাতির উন্নয়নে ফ্লুমটি কাজে লাগাতে পারবেন।এটি কেবল চুয়েট নয়,পুরো বাংলাদেশের উচ্চ শিক্ষা-গবেষণায় অত্যন্ত উপকারে আসবে। পানি সম্পদ ও নদী গবেষণার জন্য এটি একটি নতুন মাইলফলক হিসেবে থাকবে।


Water Resources Engineering ডিপার্টমেন্টে পড়লে চাকুরির ব্যবস্থা কেমন হবে?

→তোমরা সকলেই জানো সিভিলের ছোঁয়া ব্যতীত আধুনিক সভ্যতা গড়ে ওঠা অসম্ভব।তাই বাংলাদেশে চাকুরীর ক্ষেত্রও অনেক বেশি।পুর ও পানি সম্পদ কৌশল যেহেতু সিভিলের সাথেই সম্পৃক্ত তাই এই ডিপার্টমেন্টে পড়লে তোমার সিভিল সেক্টরে চাকুরি পাওয়ার সম্ভাবনাও অনেক।

পুর ও পানি সম্পদ কৌশলের চাকুরির প্রধান প্রধান ক্ষেত্র :

১)বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
২)পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি
৩)রিয়েল এস্টেট কোম্পানি
৪)গণপূর্ত ভবন
৫)কালভার্ট,সেতু,বাঁধ নির্মান ইত্যাদি
৬)দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো ইত্যাদি

এছাড়া বিসিএস এ-ও তোমাদের জন্য সুযোগ রয়েছে।চুয়েটের পুরকৌশল থেকে বিসিএস এ চান্স পেয়ে এখন অনেকেই দেশের উচ্চপদে আসীন রয়েছেন।অনেকেরই স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার ইচ্ছে থাকে।তাদের জন্যও এই ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। আরো উল্লেখ্য যে, পুর ও পানিসম্পদ কৌশলের সমস্ত কোর্স অ্যান্ড কারিকুলাম বুয়েটের WRE এর ডিপার্টমেন্ট হেড নিজে বানিয়েছেন। আর সারা বাংলাদেশে এই ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট পাবলিকের মধ্যে শুধু বুয়েট এবং চুয়েটেই রয়েছে। চাকরির বাজারে তাই পুর ও পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীরা অনেকটাই এগিয়ে থাকবে।

পরিশেষে বলতে চাই, যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে Civil & Water Resources Engineering পড়বে কিনা তা নিয়ে দ্বিধায় আছো তাদেরকে বলবো, একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টই খারাপ না-তাই তোমার যদি স্বপ্ন থাকে পুরকৌশলী/পুর ও পানি সম্পদ কৌশলী হবার তাইলে আমাদের জগতে চলে আসো।কথা দিচ্ছি তোমার দক্ষতা থাকলে & এই বিষয়ে প্যাশন থাকলে বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে তুমি সক্ষম হবেই। অবশেষে চুয়েটের এই পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত নির্মল সবুজ ক্যাম্পাসে সবাইকে স্বাগতম।

Kamrul Anam
cuet-2015

Next Post Previous Post