ইতিহাস সাবজেক্ট রিভিউ
![ইতিহাস সাবজেক্ট রিভিউ ইতিহাস সাবজেক্ট রিভিউ](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVnqhmf-ASg_x0coSjhGxWwElIYXwJOSJDrda1SV5d8roS3SJvAA_H84e4K0KKB_YtjLUbm7244KbiE-8D_z0wBnpQsBodXP75AdMgSDdKrogH5E2GpvEJnFaNqoMjVnQIHVnmFlGs2Ek/w640-h399/museum-2203648_1920+%25281%2529.jpg)
ইতিহাস সাবজেক্ট রিভিউ
পঠিতব্য ইতিহাস বিষয়সমূহ
ইতিহাস বিভাগে ইতিহাস ছাড়াও ইতিহাসের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোও পড়ানো হয়। যেমন- রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, দর্শন ইত্যাদি। তবে এসব বিষয়ে পূর্ণজ্ঞান না দিয়ে ইতহাস সম্পর্কিত জ্ঞানই প্রদান করা হয়। প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত যুগ ও কালের ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জ্ঞান প্রদান করা হয় ইতিহাসে।History subject review
![](https://img.youtube.com/vi/2TAhfCja1Ig/hqdefault.jpg)
বিষয়ভিত্তিক অবস্থান
বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলোর মধ্যে এর অবস্থান নীচের দিকে।
ইতিহাস কোথায় পড়ানো হয়
বাংলাদেশের ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই বিষয় পড়ানো হয়। তাছাড়া অনেক কলেজেই এই বিষয়ে অনার্স মাস্টার্স পড়ানো হয়। জাবি, ঢাবি, রাবি, জবি, ইবি,শাহজালাল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
ইতিহাস সাবজেক্ট এ উচ্চ শিক্ষা
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে এই বিষয় পড়ানো হয় সেখান থেকে মাস্টার্স এর পর এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করা যায়।
ইতিহাস সাবজেক্ট এ চাকুরির সুবিধা
অন্যান্য বিভাগের মতো এই বিভাগের শিক্ষার্থীরাও বিসিএস-এর মাধ্যমে চাকুরিতে যোগ দিতে পারে। তাছাড়া স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকতা, বেসরকারি সংস্থাতেও পেশা শুরু করতে পারে।
দার্শনিক হতে চান? এরিস্টটল, প্লেটো এদের মত?
এটা সকল সাবজেক্ট এর জনক।।পৃথিবীর সব বিষয় এটা থেকে সৃষ্টি!! দর্শন বিষযে স্মাতক পর্যায়ে সাধারণত দার্শনিক বিষয়সমূহ, জীবন সম্পর্কে বিভিন্ন দার্শনিকের মতবাদ, নন্দন তত্ত্ব,গতিবিদ্যা সহ যুক্তিবিদ্যার বিবিধ বিষয়ে পাঠদান করা হয়।
চাহিদা : দর্শন একটি মৌলিক বিষয়। পৃথিবীর প্রতিটি দেশেই এ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ইনস্টিটিউট বিদ্যামান ।
কলা অনুষদের বিষয়গুলোর মধ্যে নীচের দিকে।
অন্যান্য বিভাগের মতো এই বিভাগের শিক্ষার্থীরাও বিসিএস-এর মাধ্যমে চাকুরিতে যোগ দিতে পারে। তাছাড়া স্কুল/কলেজ /বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, বেসরকারি সংস্থাতেও পেশা শুরু করতে পারে...